কক্সবাজারে ৫৪ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার
মোঃ নিজাম উদ্দিন, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫৪ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১৮ লাখের বেশি ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। গত শুক্রবার ভোররাতে উপজেলার দমদমিয়া এলাকার স্থলবন্দর সংলগ্ন নাফ নদীতে এবং একই নদীর সাবরাং ইউনিয়নের ঝিনুখাল এলাকায় অভিযান দুটি চালানো হয়। তবে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী এর সত্যতা নিশ্চিত করেছেন। লে.কর্নেল আছাদুদ-জামান জানান, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান পাচার হয়ে আসার খবরে বিজিবি’র একটি দল শুক্রবার মধ্যরাত থেকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন নাফ নদীতে অবস্থান নেয়। এ সময় মিয়ানমারের দিক থেকে নৌকায় করে আসা তিনজন কূলে উঠে কাঁধে বস্তা নিয়ে এগুতে থাকলে বিজিবির সদস্যরা থামার সংকেত দেন। কিন্তু ওই তিন ব্যক্তি কাঁধে থাকা বস্তাগুলো ফেলে প্যারাবনের ভিতর দিয়ে পালিয়ে যায়। পরে বস্তাগুলো খুলে পাওয়া যায় ১২ লাখ ইয়াবা। এ ছাড়া একইদিন ভোর রাতে ঝিনুখাল এলাকায় বিজিবির আরেক অভিযানে ৬ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। সেখানেও মধ্যরাত থেকে বিজিবির আরেকটি দল আগে থেকে অবস্থান নেয়। ভোররাতে মিয়ানমারের দিক থেকে ইঞ্জিনচালিত একটি নৌকা এসে ঝিনুখালের মোহনাসংলগ্ন কূলে এসে থামে। বিজিবির সদস্যরা নৌকায় থাকা চার ব্যক্তিকে থামার সংকেত দিলে তারা অন্ধকারের মধ্যে দ্রুত প্যারাবনের ভিতরে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া নৌকা তল্লাশি করে পাওয়া যায় ৩টি ছোট বস্তাভর্তি ৬ লাখ ২০ হাজার ইয়াবা। নৌকাটিও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবাগুলোর মূল্য ৫৪ কোটি ৬০ লাখ টাকা। এগুলো বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান লে. কর্নেল আছাদুদ-জামান।
মোঃ নিজাম উদ্দিন