পাবনার ফরিদপুরে ডাক্তার সংকট!! ২৬ জনের বিপরীতে ৩ জন।
ফরিদপুর প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে ২৬ জন ডাক্তারের পদ থাকলেও সেখানে ৩ জন ডাক্তার কর্তৃব্যরত রয়েছে। ভর্ত্তিকৃত রোগীদের চিকিৎসা সম্পর্কে জিঞ্জাসা করলে রোগীরা জানায়, যেখানে ২৬ জন ডাক্তার থাকার কথা থাকলেও ৩জন আর কি সেবা দেবেন। কারন ২৬ জনের ভিতর ৩ জন। ফলে দীর্ঘদিন ধরে ভর্ত্তিকৃত রোগীরা প্রকৃত সেবা পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। একদিকে ডাক্তার সংকটে অন্য দিকে প্রয়োজনীয় ঐষধের অভাব। ফরিদপুর উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা রতন কুমার রায় আমাদের প্রতিনিধিকে জানায়, এ হাসপাতাল ডাক্তার সংকটসহ অন্যান্য সমস্যা রয়েছে। তবে ডাক্তার আনার জন্য আপ্রান চেষ্টা করছি। এছাড়া অন্যান্য সমস্য সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এব্যাপারে স্থানীয় অভিজ্ঞ মহলের পর্যাপ্ত ডাক্তারসহ সমস্যা সমাধানের জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট জো দাবী করেছে।