মংলায় বিদেশী সিগারেট সহ ১ পাচারকারী আটক
মনির হোসেন, মংলা: মংলা কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের একটি অপারেশন দল মঙ্গলবার দুপুর ১ টায় মংলা বন্দর এলাকায় অভিযান চালিয়ে বিদেশী সিগারেট পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে। মংলা কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের স্টাফ অফিসার (গোয়েন্দা) সেলিম বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো, মঙ্গলবার দুপুর ১ টায় মংলা বন্দর এলাকায় এক সিগারেট পাচারকারী চক্রের সদস্য শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশী সিগারেট পাচারের চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড বাহিনীর সদস্যরা। এ সময় ঘটনাস্থল থেকে ৮৪ হাজার পিচ সিগারেট সহ খুলনার পাইকগাছার গোপালপুর গ্রামের রফিকুল গোলদারের ছেলে জাহিদ হাসান (২৬) কে আটক করা হয়। জব্দকৃত বিদেশী সিগারেটের মুল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।আটককৃতের বিরুদ্ধে মংলা থানায় মামলা হওয়ার পর তাকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে পাচারের জন্য যেকোন অবৈধ পণ্যে ও পাচারকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাবে।