সুন্দরবনে ৫০ কেজি হরিণের মাংস সহ আটক ১
মনির হোসেন, মংলা: মংলা কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের সিজি কন্টিনজেন্ট নলিয়ান এর একটি অপারেশন টিম সোমবার দুপুরে সুন্দরবনের কালাবগী খাল সংলগ্ন মুচির দোয়ানি এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি হরিণের মাংস সহ এক চোরা শিকারীকে আটক করেছে। মংলা কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের স্টাফ অফিসার (গোয়েন্দা) লেফটেন্যান্ট সেলিম বিশ্বাস স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর আড়াইটায় সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপের কালাবগী খালের মুচির দোয়ানী এলাকায় চোরা শিকারীদের একটি দল হরিনের মাংস ও মাথা পাচারের চেষ্টা করছিল এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড বাহিনীর সদস্যরা। এ সময় কোস্টগার্ড বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৫০ কেজি হরিণের মাংস, ২ টি মাথা, ১ টি ইন্জিন চালিত নৌকা ও একটি কাঠের নৌকা জব্দ করা হয়। আটককৃত ব্যক্তির নাম শামিম মিস্ত্রী (৩৩)। সে খুলনার পাইকগাছার পাটকলপটা গ্রামের বোদর উদ্দিন মিস্ত্রীর ছেলে। সুন্দরবন সংলগ্ন এলাকা সমূহে চোরাই পথে হরিণ শিকারীরা বনে প্রবেশ করে হরিণের মাংস ও মাথা শিকার করে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য বিক্রয় করে থাকে। সুন্দরবনের বণ্য প্রাণী রক্ষায় এসব চোরা শিকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাবে বলে এ প্রতিবেদককে জানিয়েছেন কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের স্টাফ অফিসার (গোয়েন্দা) লেফটেন্যান্ট সেলিম বিশ্বাস।