ইউএস-বাংলার বিমান বিধস্তের ঘটনায় নিহত ১৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত


নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান বিধস্তের ঘটনায় নিহতদের মধ্যে ২৫ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ১৫ জন বাংলাদেশি, ৯ জন নেপালি ও ১ জন চীনা।শনিবার (১৭ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ত্রিভুবন ইউনিভারসিটি টিচার্স হাসপাতাল কর্তৃপক্ষ। এসময় নিহত ২৫ জনের নাম-পরিচয় জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, নিহতদের আত্মীয়-স্বজনরা চাইলে তাদের লাশ দেখতে পারবেন এবং গ্রহণ করতে পারবেন। নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস জানান, ১৫ জনের মরদেহ শনাক্ত করা গেছে। শনাক্ত হওয়া মরদেহগুলো স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হবে। রাষ্ট্রদূত বলেন, নিহতদের আত্মীয়-স্বজনেরা চান, সবার মৃতদেহ একসঙ্গে পাঠানো হোক। সে জন্য সবার লাশ একসঙ্গে পাঠানোর চেষ্টা হচ্ছে।উল্লেখ্য, সোমবার (১২ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাওয়া ইউএস-বাংলার একটি বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৫১ জন নিহত হন। যার মধ্যে ২৬ বাংলাদেশি রয়েছেন। অপর নিহতদের মধ্যে ২৩ জন নেপালি এবং মালদ্বীপ ও চীনের একজন করে নাগরিক ছিলেন। আহত ২২ জনের মধ্যে বাংলাদেশি ৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *