নওগাঁর মান্দায় গলায় ফাঁস দেয়া যুবকের লাশ উদ্ধার
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় গলায় ফাঁস দেয়া অবস্থায় আলী হাসান (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার গনেশপুর গ্রামের বৌমারী ডাঙ্গায় বেলজিয়ামের গাছ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। আলী হাসান রাজশাহী জেলার মোহনপুর থানার ভাতুড়িয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আলী হাসান সহ কয়েকজন অপরিচিত মানুষ উপজেলার সতিহাটের গার্লস স্কুলের পাশে ঘুরাফেরা করছিল। এসময় আলী হাসানের সঙ্গে যে লোকজন ছিল ব্যাংকের একটি চেক নিয়ে কথাকাটাকাটি হচ্ছিল। তারা অপরিচিত হওয়ায় সেখানকার লোকজন তাদের চলে যেতে বলে। এরপর তারা সেখান থেকে চলে যান। শুক্রবার সকালে সতিহাটের পাশে গনেষপুর গ্রামের বৌমারী ডাঙ্গায় বেলজিয়ামের গাছের সাথে এক যুবককে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখে এক মহিলা স্থানীয়দের জানায়। এরপর খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার গার্লস স্কুলের পাশে যে কথাকাটাকাটি হচ্ছিল ওই যুবকটি এখানে মারা গেছে। এলাকাবাসী ধারনা চেকের কারণে তাকে অন্য কোথায় হত্যা করে বৌমারী ডাঙ্গায় গাছের সাথে ঝুঁলিয়ে রাখা হয়েছে। লুঙ্গি ছিড়ে গলায় ফাঁস দেয়া ছিল। পরনে ছিল স্যামস্যাং মোবাইল কোম্পানির গেঞ্জি ও প্যান্ট। এরপর থানা পুলিশকে সংবাদ দেয়া হয়। বেলজিয়াম গাছের কিছু দূরে একটি ব্যাগ পড়ে ছিল। পুলিশ ব্যাগ থেকে আইডি কার্ড দেখে আলী হাসানের পরিচয় নিশ্চিত হয়।গত দুই বছর পূর্বে প্রেমঘটিত বিষয় নিয়ে সতিহাটের লোকজন এক প্রেমিককে ব্যাট দিয়ে মাথায় আঘাত করে মেরে ফেলে বৌমারী ডাঙ্গায় মাটিতে পুতে রাখে। এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করে তার স্বামী গৃহবধূকে সেখানে ঝুলিয়ে রাখে। একই স্থানে তিনটি হত্যার ঘটনা ঘটনায় এলাকাবাসীর মধ্যে বেশ চাঞ্চলের সৃষ্টি হয়েছে।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহবুবুর রহমান বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা না আত্মহত্যা।