জন সমর্থন নিশ্চিত করবে অধ্যক্ষ আব্দুর রশীদের মনোনয়ন

মো: হারুন-অর রশীদ জামালপুর জেলা প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে অধ্যক্ষ আব্দুর রশীদকে জনগণের সমর্থনের মধ্য দিয়ে জামালপুর ৪ আসনে আশান্বিত মনোনয়ন নিশ্চিত করণে সরিষাবাড়ীর খেটে খাওয়া মানুষ দরিদ্র-হতদরিদ্র, সাধারণ জনতা ও জামালপুর জেলা আওয়ামীলীগের নেতৃত্বস্থানীয় সরিষাবাড়ী আপামর জনতার সমর্পিত মতধারা একমত পোষনে পরিলক্ষিত হয়েছে বলে জানাযায়। বিশিষ্ট শিক্ষাবীদ ও তেজগাঁও কলেজের অধ্যক্ষ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি, জামালপুর জেলার আওয়ামীলীগের উপদেষ্টা, ঢাকা তেজগাঁও থানা আওয়ামীলীগের সভাপতি মো: আব্দুর রশীদের গত শনিবার গণসংযোগ তথা জনসভাটি দুপুর ৩.০০ ঘটিকায় আরামনগর বাজার থেকে শিমলা বাজারে মধ্যবর্তী স্থান সরিষাবাড়ী রেলওয়ে ময়দানে বিশাল জনপদে পরিপূর্ণ হয়। সরিষাবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ সরোয়ার জাহানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপাধক্ষ্য হারুন-অর রশীদের নেতৃত্বে গণসংযোগ সমাবেশটি শুরু হয়। গণসংযোগ সমাবেশে প্রধান অতিথি অধ্যক্ষ আব্দুর রশীদ সহ বিশেষ বক্তার মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো: আব্দুল গণি, পৌর আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, কামরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মুনসের রহমান খান, মহাদান ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল- আমিন হোসাইন শিবলু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু প্রমুখ। গণসংযোগ জনসভায় একবাক্য বাদীর সরাসরি খোলামেলা কথার অধিকারী, সত্যিকারের দরিদ্র, গরীব-দুঃখি জনগণের বন্ধু সুনিশ্চিত পর উপকারী ও বিপদের একমাত্র অবলম্বন অধ্যক্ষ আব্দুর রশীদ তার বক্তব্যে বলেন, ‘১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে বাংঙ্গালী জাতির অস্তমিত সুর্য্যরে পুনরুদ্ধার (বহুকাল পর), ১৯৫৫ সালে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগাঠনিক প্রতিষ্ঠা অর্জনের মধ্য দিয়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালে দেশরক্ষায় শত্রুদের কবল থেকে স্বাধীনতার চেতনায় মুক্তিকামী আন্দোলনে মহান ব্যক্তিত্ব জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের অনুপ্রেরণায় উদ্বুদ্ধ বাঙ্গালী জাতির সমন্বয়ক উদ্যোগ ও হানাদার বাহীনির বিরুদ্ধে নিরলস আক্রমনে যুদ্ধজয়ের সন্ধিক্ষণে আমার আবেগ আপ্লুত অন্তর্নিহীত ক্রন্দন দৃষ্টিপাতে পরিলক্ষিত হয়েছিল’। তিনি আরও বলেন, ‘তৎকালীন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ অধ্যবতি বাঙ্গালী জাতিকে অপশক্তির (জঙ্গিবাদ) অপতৎপর রোষানল থেকে রক্ষার তৎপরতা প্রমান করে, বাঙ্গালী জাতির মুলত অভিভাবক বাংলাদেশ আওয়ামীলীগ। সে ধারা বাহিকতায় জামালপুর ৪ আসনে মনোনয়ন আশাবাদী ও আগামী সংসদ নির্বাচনে জয়যুক্ত হওয়ার মধ্য দিয়ে সরিষাবাড়ী বাসীর ভাগ্য বিড়ম্বীত মানুষের উন্নয়ন কর্মকান্ডে নিজেকে যেন সমর্পন করতে পারি’। প্রত্যক্ষভাবে জানাযায়, ১০-০৩-২০১৮ ইং তারিখের গণসংযোগ সমাবেশ উপলক্ষ্যে গত ০৮-০৩-২০১৮ইং রোজ বৃহস্পতিবার বিকাল ৫:৩০ ঘটিকায় অধ্যক্ষ আব্দুর রশীদের আমন্ত্রণে সংবাদ কর্মীদের মতবিনিময় আলোচনা সভায় উপস্থিত সংবাদকর্মীদের মধ্য থেকে অনলাইন সংবাদকর্মী মতিউর রহমানের এক প্রশ্নের জবাবে অধ্যক্ষ আব্দুর রশীদ বলেন, ‘আওয়ামীলীগের রাজনৈতিক বিচক্ষনতার সুত্রনীতির প্রক্ষেপন এদেশের মানুষের ও দেশের উন্নয়নে বহমান রয়েছে’। তৎকালীন সময় থেকে অদ্যবধী দেশপ্রেমে নিয়োজিত শীর্ষস্থানীয় প্রবীণ আওয়ামীলীগ তথা জননেত্রী শেখ হাসিনার সুক্ষè চিন্তাধারা তাঁর রাজনৈতিক কর্মকান্ড আমাকে সর্বদাই অনুপ্রাণিত করে আসছে। সে মতে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিক আমার রক্ত বিন্দুতে মিশে রয়েছে। আমার প্রত্যাশিত মনোনয়ন যদি ব্যত্যয় সৃষ্টি করে তাপরও বাংলাদেশ আওয়ামীগের সভানেত্রী ও সকলের সম্মেলিত মতধারায় অন্যকাউকে মনোনয়ন দেন, তবে নিশ্চিত মনোনয়ন প্রার্থীর সাথে একমত পোষণে আমিও সমর্পিত হবো’। গণসংযোগ সমাবেশটির সর্বাঙ্গিণ সহযোগিতা স্বার্থক ও স্বাবলম্বী করার প্রচেষ্ঠায় ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সরিষাবাড়ী উপজেলা শাখা তথা পৌর শহর ও তৃণমুল পর্যায়ের সর্বস্তরের জনগণ নেতাকর্মী ও নেতৃত্বস্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *