নাভারণ হাইওয়ে পুলিশের অভিযান: বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ১৬, ২৯২টি যানবহনে মামলা

বেনাপোল সংবাদদাতা:যশোরে নাভারণ হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া যোগদানের পর থেকে ১০ ডিসেম্বর ’১৭ থেকে ৭ মার্চ ’১৮ পর্যন্ত যশোর-বেনাপোল মহাসড়কের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ৩০৩ বোতল ফেন্সিডিল,০৬ লিটার বিদেশী মদ উদ্ধার করেছে এবং এ সকল অপরাধের সাথে জড়িত ১৬ জন আসামীকে গ্রেফতার করে।এই সময় আটক ১৬ জনের মধ্যে ১০ জন নারী মাদক পাচারকারী রয়েছে। যশোর-বেনাপোল সড়কে নারী মাদক চোরাকারবারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তারা ভারত থেকে চোরাই পথে এ সব মাদক নিয়ে এসে দেশের বিভিন্ন জেলা শহরসহ রাজধানীতে নিয়ে যাচ্ছে।চোরাকারবারীরা কম পয়সা মজুরি দিয়ে এ সব নারী চোরাচালানীদের বাহক হিসাবে ব্যবহার করছে। নাভারন হাইওয়ে পুলিশ প্রতিনিয়ত যশোর-বেনাপোল সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনে তল্লাশি করে মাদকদ্রব উদ্ধার করছে।গত তিন মাসে যশোর বেনাপোল মহসড়কে ১১০ টি অবৈধ যানবহন থ্রি হুইলার,নসিমন, করিমন, আলমসাধু, ইজিবাইক,ভটভটি, ট্রলি বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন নাভারণ হাইওয়ে পুলিশের সার্জেন্ট পলিটন মিয়া।এছাড়াও যশোর বেনাপোল মহাসড়কে বিভন্ন প্রকার বাস, ট্রাক, কভার্ড ,পিকআপ, মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোর বিরুদ্ধে ১৮২ টি মামলা দায়ের করা হয়েছে।এ ব্যাপারে নাভারণ হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া জানান, আমি যোগদানের তিন মাসে যশোর বেনাপোল মহসড়কে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সংক্রান্ত ১৬ মামলা, অবৈধ ১১০টি যানবহনের বিরুদ্ধে ব্যবস্থা ও ১৮২ যানবহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও যশোর বেনাপোল মহসড়কেরে আশেপাশে অবৈধ দোকান পাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।এই অভিযান অব্যহত থাকবে বলে জানান সার্জেন্ট পলিটন মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *