চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় আহত এনজিও কর্মীর মৃত্যু।
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে ইটভাটার মাটি ভর্তি ট্রাক্টর ও মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে আহত এনজিও কর্মী হাসিবুজ্জানান ডাবলু (৪২) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল শনিবার মারা গেছে। বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের মনোহরপুরে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত অবস্থায় তাকে ঢাকায় নেয়া হয়েছিল। রোববার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুর ২টার সময় চুয়াডাঙ্গা অভিমুখ থেকে ছেড়ে আসা মা-বাবা ব্রিক্রের ইট ভাটার একটি মাটি ভর্তি ট্রাক্টর বেপয়ারা গতিতে জীবননগর উপজেলার মনোহরপুর বয়ারগাড়ি নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেলকে চাপা দিলে দুই আরোহী দর্শনা পৌর সভার আজিমপুরের নিজাম মল্লিকের ছেলে বে-সরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা ডাবলু এবং দর্শনা পুরাতন বাজারের পল্টু কমুার শীলের ছেলে প্রলয় কুমারকে (২৮) গুরুত্বর আহত অবস্থায় তাদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নেয়া হয়। এদের মধ্যে ডাবলুর অবস্থা আশস্কজনক হওয়ায় প্রথমে যশোর সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডাবলু রবিবার ভোর ৪ টায় মারা যায়। ডাবলুর মৃত্যুর সংবাদে দর্শনায় শোকের ছায়া নেমে আসে।# #