ভোলাহাটে প্রশাসন গুঁড়িয়ে দিল অবৈধ স্থাপনা


ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনর উদ্যোগে ভোলাহাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১০ হতে অবৈধ স্থাপনা একটি ধান-চালের গোডাউন গুঁড়িয়ে দিয়েছে।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহম্মদ আমিমুল এহসানের পরিচালনায় উপজেলার মুশরীভূজা বাজারের পূর্বদিকে রাস্তার পাশে সরকারী জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা ধান-চালের গোডাউন গুঁড়িয়ে দেয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার(ভূমি) পিএম ইমরুল কায়েশ। এ’ছাড়া এসআই সিরাজ, রবিউল ইসলাম ও ওসমানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিল। অবৈধ্য স্থাপনা ধান-চালের গোডউন তৈরী করে ছিলেন উপজেলার চামামুশরীভূজা গ্রামের মৃতঃ মাহাতাব আলীর ছেলে হারুন আলী। গুঁড়িয়ে দেয়া স্থাপনার বিভিন্ন উপকরণ তাৎক্ষণিক ঘটনা স্থলে প্রকাশ্যে নিলাম ডাকের মাধ্যমে ১৫ হাজার ৬শত টাকায় স্থানীয়দের মাঝে নিলা দেয়া হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহম্মদ আমিমুল এহসান জানান, হারুনকে পর পর ৩ বার তার অবৈধ স্থাপনা অপসরনের নোটিশ দেয়া হলেও তা সরায়নি। ফলে সরকারী নিয়মানুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়ে তা গুঁড়িয়ে দেয়া হল বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *