লোহাগড়া ইউএনও’কে হত্যার হুমকি \ থানায় জিডি
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটুর বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন। বুধবার (২৮ ফেব্র“য়ারি) সকালে লোহাগড়া থানায় এ জিডি করেন ইউএনও। জিডি নম্বর ১৫৭৬, তারিখ: ২৮ ফেব্র“য়ারি ১৮।জিডি সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু গত বছরের ২৯ জুন কিছু প্রকল্প দেখিয়ে বরাদ্দ নিয়ে আসেন। এ সময় ইউএনও মনিরা পারভীনকে ওই বিলে স্বাক্ষর করতে বলেন। বিলে স্বাক্ষর না করায় চেয়ারম্যানের ৩৯ লাখ টাকা ফেরত চলে যায়। এ কারণে চেয়ারম্যান লিটুর সাথে ইউএনও’র দ্ব›দ্ব সৃষ্টি হয়েছে। এরপর সৈয়দ ফয়জুল আমির লিটু ইউএনও মনিরা পারভীন প্রকাশ্যে বিভিন্ন ধরণের হুমকি দেন। লিটু মোবাইল ফোনে ইউএনওকে হত্যার হুমকি দিয়েছেন বলেও জিডিতে উলেখ করা হয়েছে। লোহাগড়া ইউএনও মনিরা পারভীন বলেন, তাঁর (লিটু) অব্যাহত হুমকি এবং টেলিফোন আলাপে আমি নিরাপত্তহীনতায় আছি। এছাড়া জিডিতে লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সম্পর্কে আরো বিভিন্ন কথা বলা হয়েছে। এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু বলেন, এতদিন পরে এসে কোন উদ্দেশ্যে আমার বিরুদ্ধে জিডি করা হয়েছে, তা আমি জানি না। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমি যদি মোবাইল ফোনে কোন হুমকি দিয়ে থাকি তার প্রমাণ থাকার কথা। আমার নাম ভাঙ্গিয়ে তাকে কেউ হুমকি দিয়েছেন কিনা তা খতিয়ে দেখার বিষয়। আর নয় মাস পরে এসে আমার বিরুদ্ধে কেন এমন অভিযোগ করা হচ্ছে। বিষয়টি আমি বুঝতে পারছি না। তিনি আরও বলেন, আমার সাথে ইউএনও’র কোন দ্ব›দ্ব নেই। তাঁকে আমি সব সময় আপু বলে সম্বোধন করি। পরিষদের কোন মিটিং থাকলে শুধুমাত্র সে বিষয় নিয়েই আমাদের মোবাইলে কথা হয়ে থাকে।