মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা ডাঃআলাউদ্দীনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


মোঃমশিয়ার রহমান টিংকু(মহেশপুর): ঝিনাইদহের মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা ডাঃ আলা উদ্দীনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।বীর মুক্তিযোদ্ধা ডাঃ আলা উদ্দিন(৬৬) মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের পীরগাছা গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মহেশপুর শহরের পোষ্ট অফিসপাড়ায় বসবাস করতেন। মঙ্গলবার দিবাগত রাত্রে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।২৮.০২.২০১৮ ইং বুধবার বাদ যোহর মহেশপুর হাই স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান ও জানাযা অনুষ্ঠিত হয়। তার জানায় উপস্থিত ছিলেন, মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ কামরুল ইসলাম, , মহেশপুর থানার ওসি লস্কর জায়াদুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেক গাজী, ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল, পৌর কমান্ডার কাজী আব্দুস সাত্তার, জেলা পরিষদের সদস্য শেখ হাশেম আলী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সেক্রেটারী রাজেদুল ইসলাম রাজা, সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *