ভালাহাটে ভারতীয় মাটি কাটার মহোৎসব উত্তেজনার আশংকা


ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ভারত সীমান্ত জুড়ে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা। সীমান্ত সুরক্ষার জন্য বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) নিরালস সীমান্ত পাহারপার কাজে সার্বক্ষণিক নিয়জিত রয়েছেন। কিন্তু কিছু অসাধূ বিজিবি সদস্যদের উপর অভিযোগ করেছেন সীমান্তবর্তী এলাকাবাসি। অভিযোগ করে বলেন, জে কে পোল্লাডাংগা বিজিবি ক্যাম্পের আওতায় ২০১ মেইন পিলারের সাব পিলার ৬৪ ময়ামারী গ্রামের পূর্ব দিকে ভারতের অভ্যন্তরে বিজিবি’র অসাধূ কিছু সদস্যদের যোগসাযোসে এলাকার দূর্বৃত্তরা মহোৎসবে মাটি কেটে বাণিজ্যে মেতে উঠেছেন। অসাধূ কিছু বিজিবি সদস্য ক্যাম্পের মসজিদে মাটি ভরাটের নামে ২/৩ মাস ধরে মাটি কাটার মহোৎসব চালিয়ে যাচ্ছেন। ভারত অভ্যন্তরে কাটা মাটিগুলো প্রতিদিন ৮০/৯০ ট্রলি উপজেলার বিভিন্ন ইট ভাটায় চড়া মূল্যে বিক্রয় করছেন বলে অভিযোগ করেন এলাকাবাসি। তারা অভিযোগ করে বলেন,এর আগে আদাতলা গ্রামের পূর্বে ২০১ মেইন পিলারের ৭০ সাব পিলারের কাছে ভারতের অভ্যন্তরেও মাটি কাটার কাজ চালিয়েছেন এ অসাধূ বিজিবি সদস্যদের যোগসাযোসে দূর্বৃত্তরা। অভিযোগ আরো বলেন, ভারতের অভ্যন্তরে যে ভাবে বিজিবির কিছু অসাধূ সদস্য এলাকার দূর্বৃত্ত পোল্লাডাংগা নামোটোলা গ্রামের কুদ্দুসের ছেলে রফিকুল মিস্ত্রী, ময়ামারী গ্রামের সাজেদ আলীর ছেলে ফারুক ও আদাতলা গ্রামের সদর আলীর ছেলে ফজলুকে নিয়ে কাউকে তোয়াক্কা না করে ভারতের অভ্যন্তরে মাটি কাটার কাজ অব্যহত রেখেছেন তাতে উভয় দেশের মধ্যে যে কোন সময় উত্তেজনা ছড়ার আশংকা প্রকাশ করেছেন। তারা সহিংস ঘটনা এড়াতে দ্রুত সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে অসাধূ বিজিবি সদস্য ও দূর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী করেছেন। এ ব্যাপারে মাটি কাটার সাথে সংশ্লিষ্ট রফিকুল মিস্ত্রীর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইট ভাটায় মাটি বিক্রয় করে মসজিদের খরচ চলানো হচ্ছে বলে জানান। একই ব্যাপারে জে কে পোল্লাডাংগা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আলী শাহ নেওয়াজের সাথে যোগাযোগ করা হলে মসজিদের জন্য ভারতের মাটি উত্তোলন করা হচ্ছে বলে সত্যতা স্বীকার করেন এবং বিষযটি ব্যাটালিয়ন কমান্ডার জানেন বলে জানান। এ’ছাড়া ভারতের বিএসএফ’র সাথে যোগাযোগের ভিত্তিতেই ভারতের অভ্যন্তরে মাটি কাটার কাজ হচ্ছে বলেন তিনি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *