নওগাঁয় জমি বিরোধে নিহত এক, আটক ১


নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে ব্যবসায়ী তোজাম্মেল হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। ঘটনার পর হত্যাকারী সেতু (২৫) নামে এক যুবককে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কীর্ত্তিপুর বাজারে এ ঘটনা ঘটে। তোজাম্মেল হোসেন সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের আতিতা গ্রামের মৃত আলহাজ্ব জহির উদ্দিনের ছেলে এবং হত্যাকারী সেতু নিহতের প্রতিবেশী আইয়ুব হোসেনের ছেলে। নিহতের ঘটনার পর এলাকাবাসী হত্যাকারীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। ঘটনার পর থেকে সেতুর বাড়ির লোকজন তালা দিয়ে পালিয়ে গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, তোজাম্মেল হোসেন একজন ট্রাক্টর ব্যবসায়ী। সকাল ১০টার দিকে ট্রাক্টরের তেল কিনতে বাড়ী থেকে কীর্ত্তিপুর বাজারে আসেন। দোকানে তেল কেনার জন্য অপেক্ষা করছিলেন তিনি। এসময় পিছন দিক থেকে সেতু এসে একটি ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে তোজাম্মেলকে হত্যার উদ্দ্যেশ্যে আঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয় এবং গ্রাম পুলিশ এনামুল, স¤্রাট ও হাসান সহ কয়েকজন তাড়া করে সেতুকে মাঠ থেকে ধরে নিয়ে আসেন। পরে থানা পুলিশে সংবাদ দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এদিকে তোজাম্মেল আহতাবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে নওগাঁ সদর হাসপাতালে নেয়া। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহতের ভাতিজি তৃষা বলেন, দীর্ঘদিন আগে জমি নিয়ে চাচার সাথে বিরোধ ছিল। এলাকাবাসী সেতুর অত্যাচারে অতিষ্ট। ইতোপূর্বে সেতু আমার বাবাকে (সাবেক চেয়ারম্যান জব্বার হোসেন) মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেছিল। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়। শেষ পর্যন্ত সে চাচাকেও হত্যা করেছে। তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেছে আত্মীয়স্বজন। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম জানান, তোজাম্মেল এবং সেতুর মধ্য দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় কীর্ত্তিপুর বাজারে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকারি সেতুকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক সেতুর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *