দৌলতপুরে প্রশ্ন ফাঁসের উদ্দেশ্যে মোবাইল রাখার অপরাধে পাটুয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের দূর্নীতিবাজ প্রধান শিক্ষক গ্রেফতার।


হেলাল উদ্দিন, দৌলতপুর উপজেলা প্রতিনিধি (কুষ্টিয়া): বৃহস্পতিবার ২২/০২/২০১৮ ইং,কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নাসির উদ্দীন বিশ্বাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন ফাঁসের উদ্দেশ্যে এন্ডোজ মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ করার অপরাধে পাটুয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম গ্রেফতার হয়েছে। জনাগেছে ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে শহিদুল প্রশ্ন পত্রের ছবি নেওয়ার উদ্দেশ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে, এ সময় যশোর বোর্ডের পরিদর্শক উপসহকারী প্রকৌশলী মোঃ কামাল হোসেন তার গতি বিধি লক্ষ্য করে কাছে থাকা মোবাইলটি জব্দ করে এবং তখনই ঐ মোবাইলে পর পর দু’টি ফোন আসে, তাতে অপর পার থেকে বলা হয়েছে “এসএসসি পরীক্ষার প্রশ্ন পাওয়া গেছে” বলা হয়েছে। বোর্ড পরিদর্শকের সন্দেহ হলে তাকে আটক করা হয় এবং মোবাইলটি জব্দ করা হয়। এ ব্যাপারে পুলিশ রাষ্ট্রেীয় অপরাধে গ্রেফতার করে, তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হয়েছে। ওসি শাহ দারা খাঁন পিপিএম জানান পরীক্ষার আইন ভঙ্গ করে, অবৈধ ভাবে মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশের কারণে তাকে পুলিশ গ্রেফতার করে এবং কেন্দ্র সচিব থানায় এজাহার করলে একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নং ৩০, তারিখ ২২.০২.১৮। এলাকাবাসী জানায় প্রধান শিক্ষক শহিদুল ইসলাম একজন অসৎ দূর্নীতিবাজ ব্যাক্তি, তার বিরুদ্ধে প্রশ্ন ফাঁস করে লাখ লাখ টাকা কামাই, বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নামে এক লাখ পঞ্চাশ হাজার টাকা করে সোলাইমান, মিনহাজ্ব, মিনু, সারমিন, মাজদুল, রোকনুজ্জামান, পারভিনা, মহাসিন রেজা সহ ৮/১০ জনের কাছ থেকে লাখ লাখ টাকা উৎকোচ গ্রহণসহ বিদ্যালয়ের বিভিন্ন খাতের টাকা আত্বসাত করে বিলাস বহুল বাড়ী-গাড়ীর মালিক হয়েছে। বিলাস বহুল বাড়ী-গাড়ীর অর্থের উৎস কোথায় তদন্ত করলে থলের বিড়াল বেরিয়ে আসবে, এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে, তার অপকর্মের সুষ্ঠ তদন্ত পূর্বক শাস্তির দাবী করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *