‘রো‌হিঙ্গাদের নিয়ে ক্রাই‌সিসে আ‌ছি, সহযোগিতা করুন’


চলমান রোহিঙ্গা সংকট ইস্যুতে ভারত সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মিয়ানমার থেকে বিতা‌ড়িত রো‌হিঙ্গাদের নিয়ে বেশ ক্রাইসিসে আছি। ভারত আমাদের ক্রাইস মুহূর্তে (মু‌ক্তিযুদ্ধে) সহযো‌গিতা করে‌ছিল, আশা ক‌রি এবারের ক্রাইসিস মুহূর্তেও সহযো‌গিতা করবে।’বুধবার (২১ ফেব্রুয়া‌রি) বিকেলে রাজধানীর ‌হোটেল রে‌ডিসন ব্লু‌ -তে তিন‌দিন ব্যা‌পী বাংলাদেশ-ভারত মি‌ডিয়া ডায়লগ-২০১৮ এর সমাপ‌নী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দেয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘আমরা জা‌নি মিয়ানমারের সঙ্গে আপনাদের দ্বিপা‌ক্ষিক সম্পর্ক রয়েছে। আপনারা আমাদের দীর্ঘ‌ দিনের বন্ধু। আপনাদের সম্পর্ক অব্যাহত রেখে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দিন।’ মন্ত্রী আরও বলেন, ‘আমাদের অপ্রত্যা‌শিত এ বোঝা সইবার নয়। আপনারা মু‌ক্তিযুদ্ধের সময় সহযো‌গিতা করে‌ছিলেন, এই ক্রাইসিস মুহূ‌র্তেও আপনাদের সহযো‌গিতা চাই।’‌তিস্তার পা‌নি বণ্টন চু‌ক্তি প্রসঙ্গে ভারতের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মো‌দী বাংলাদেশ সফরকালে বলে‌ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ও তাঁর সরকারের আমলেই তিস্তার সমাধান হবে। আমি স্মরণ ক‌রিয়ে দিতে চাই আমাদের সরকারের সময় শেষ হতে চলেছে। আর হয়তো ৯/১০ মাস সময় আছে। আমাদের জনগণের কাছে যেতে হবে। তাই তিস্তা ইস্যু‌ দ্রুত সমাধান করুন।’ এসময় ভারতের গণমাধ্যম প্রতিনি‌ধিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা প‌শ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনা‌র্জিকে বলুন, তি‌নি যেন দি‌ল্লি সরকারকে তিস্তা ইস্যুর সমাধানে সহযো‌গিতা করেন।’অনুষ্ঠানে ইউজিসি’র চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নানের সভাপ‌তিত্বে আরও উপ‌স্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হা‌লিম, ভারতীয় হাই ক‌মিশনের ডেপু‌টি হাই ক‌মিশনার ড. আদ্রেশ সৈকত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *