বিধি ও পরিপত্র লংঘন করে কলেজ পরিদর্শক কমিটি প্রদান।
দিনাজপুর জেলা ভাম্যমান প্রতিনিধি: দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলাধীন ভাদুরিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষা মন্ত্রনালয়ের ৬/৬/২০১১ইং তারিখের পরিপত্র এবং ৯/৭/২০১৭ইং তারিখের সংশোধনী পরিপত্র ও ২/২/২০১০ এ প্রনীত মার্চ ২০১৩ পর্যন্ত জনবল কাঠামো অনুযায়ী ২০/১১/২০১৭ইং তারিখে জেলা শিক্ষা অফিসার মহোদয় কতৃক দায়িত্ব অর্পনের নির্দেশনাকে অমান্য করে ২২/১১/২০১৭ইং তারিখে কলেজ পরিদর্শককে দিনাজপুর শিক্ষা বোর্ড ডকেট নং ৪৬৫২ এবং ১৮/১২/২০১৭ ইং তারিখে বোর্ডের চেয়ারম্যান মহোদয়কে ডকেট নং ৫০৩৪ এর মাধ্যমে অবৈধভাবে দায়িত্ব প্রাপ্ত ৫ নং সিরিয়ালের শিক্ষককে বিধি বহিভূত এডহক কমিটি প্রদান না করার জন্য কলেজ পরিদর্শককে অনুরোধ জানানো হয় । কিন্তু কলেজ পরিদর্শক সাহেব অন্যায় লাভের আশায় সম্পূর্ণ বিধি বর্হিভূত ভাবে একজন শিক্ষক প্রতিনিধি ছাড়াই গত ১৭/১/২০১৮ ইং তারিখে কলেজ পরিদর্শক অসম্পুর্ণ এডহক কমিটি অনুমোদন দিয়ে স্থানীয় জনমনে বিরুপ প্রতিত্রিয়া তৈরি করেছেন। শিক্ষা মন্ত্রনালয়ের সকল নিদের্শনা অমান্য করে অসম্পূর্ণ এডহক কমিটি অনুমোদন দেওয়ার কারনে , এই কমিটি দ্বারা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এবং প্রতিষ্ঠানটিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন।তাই স্থানীয় জন দাবিতে কলেজ পরিদর্শককে আইনের মুখামুখি করার জন্য জোর দাবী চলছে।