বনাপোলের দৌলতপুর সীমান্তে বিজিবির সাথে চোরাচালানীদের গুলি বিনিময়ে এক চোরাচালানী নিহত
বেনাপোল সংবাদদাতা: চোরাচালানী পন্য আটক করতে গিয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তে আজ মঙ্গলবার ভোররাতে বিজিবির সাথে চোরাচালানীদের গুলি বিনিময়ে ইব্রাহিম হোসেন (২৬) নামে এক চোরাচালানী নিহত হযেছে। নিহত ইব্রাহিম বেনাপোলের খরিডাংগা গ্রামের ইয়াকুব হোসেন’র ছেলে। ঘটনাস্থল থেকে ৩’শ থ্রীপিচ ও একটি সুটার গান ও দুই রাউুন্ড গুলি জব্দ করেছে বিজিবি ২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, আজ ভোররাতে ভারত থেকে দৌলতপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমান চোরাচালানী পন্য পাচার হয়ে বাংলাদেশে আসছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গেলে চোরাচালানীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়।এসময় আমÍরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে ইব্রাহিম গুলি বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ইব্রাহিমের সাথে থাকা অণ্যন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে সকালের দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ইব্রাহিমের লাশ উদ্ধার করে। বেনাপোল পোর্ট থানারি ওসি (তদন্ত) ফিরোজ উদ্দিন জানান, দৌলতপুর সীমান্ত থেকে ইব্রাহিম হোসেনের গুলি বিদ্ধ লাশ উদ্দার করা হযেছে। লাশের ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হযেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বেনাপেল পোটর্ থানায়।