লোহাগড়ায় দিনেদুপুরে ইউপি চেয়ারম্যান খুন ৩০ ঘন্টায়ও আটক হয়নি কেউ
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি: দিনেদুপুরে উপজেলা পরিষদের মধ্যে প্রকাশ্যে ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা খুনের ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর নিরবিচ্ছিন্ন নজরদারি অব্যহত রয়েছে। সাধারণ মানুষের মঝে বিরাজ করছে এক অজানা আতঙ্ক। এদিকে হত্যাকান্ডের ৩০ ঘন্টা পার হলেও খুনিদের কেউ আটক হয়নি। এবিষয়ে পুলিশের কর্মততপরতার দিকে তাকিয়ে রয়েছেন সচেতন মহল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৫ ফেব্র“য়ারি) সকালে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউপি চেয়ারম্যান শেখ লতিফুর রহমান পলাশ(৫০) নিজ বাড়ি থেকে বের হন। পরে উপজেলা পরিষদে একটি সভায় যোগ দেন তিনি। সভা চলাকালিন হঠাৎ পলাশ লোহাগড়া ইউএনও কার্যালয় থেকে সাড়ে ১২টারদিকে বের হয়ে উপজেলা নির্বাচন অফিস ও সেটেলমেন্ট অফিসের মাঝামাঝি পৌছাতেই ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীবাহিনীর গুলি ও ধারালো অস্ত্রের কোপে ঘটনা স্থলেই খুন হন।শুক্রবার (১৬ ফেব্র“য়ারি) বাদ জম্মা নিহত পলাশের নামাজে জানাজা স্থানীয় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জানাযায় দলীয় নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। পরে তাঁকে নিজ গ্রাম কুমড়ি কবরস্থানে দাফন করা হয়। নিহত পলাশের বড় ভাই ও নড়াইল জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা শেখ সাইফুর রহমান (হিলু) বলেন, আমরা আইনের প্রতি শ্রোদ্ধাশীল। প্রশাসনের প্রতি আস্থা রেখেই আমরা পা বাড়াতে চাই। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, প্রথমিক জিজ্ঞাসাবাদের জন্য আমরা দুইএকজনকে এনেছি। এখন পর্যন্ত সুনির্দষ্ট কোন এফআইআর পাইনি। আশা করছি খুব শীগ্রই ভালো একটি মেসেজ দিতে পারব।