খানসামায় ২০ শয্যা হাসপাতাল ও খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে ১৯ ফেব্রæয়ারী পররাষ্ট্রমন্ত্রীর আগমন
মোঃ মোজাফ্ফর হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি: খানসামাবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি আগামী ১৭ হতে ২১ ফেব্রæয়ারী পর্যন্ত ৫ দিন (খানসামা-চিরিরবন্দর-৪) নির্বাচনী এলাকা সরকারি সফরকালে খানসামা আত্রাই নদীর পূর্বপাড়ে ২০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্থর স্থাপন, খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপনসহ চিরিরবন্দর উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়াও তিনি উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীগণের সহিত মতবিনিময়সহ আয়োজিত জনসভায় যোগদান করবেন। খানসামা উপজেলার সকল সরকারি কর্মকর্তাগণের সাথে মতবিনিময় এবং সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক চেক বিতরণ, বিভিন্ন গ্রামে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করবেন। ২১শে ফেব্রæয়ারী আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে খানসামা ও চিরিরবন্দর শহীদ মিনারে পৃথক পৃথক ভাবে পুষ্পস্থাবক অর্পণ করে ২১শে বইমেলার শুভ উদ্বোধন করবেন।