বিএনপির অনশনে ছাত্রদলের মারামারি


দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রামে বিএনপির অনশন কর্মসূচি চলাকালে ছাত্রদলের দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।বুধবার দুপুরে নগরীর নসিমন ভবনের মাঠে এ মারামারির দৃশ্য ধারণ করার সময় ছাত্রদল নেতাদের হাতে লাঞ্ছিত হয়েছেন বেসরকারি টেলিভিশনের একজন ক্যামেরাম্যান। এসময় অনশনস্থলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।জানা যায়, বক্তব্য চলাকালে দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা সাইফুর রহমান উত্তর জেলা ছাত্রদলের এক কর্মীকে দাঁড়ানো অবস্থা থেকে বসতে বললে ওই কর্মী সাইফুর রহমানকে ধাক্কা দেন। এতে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করের অনুসারী ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে উত্তর জেলা ছাত্রদলের গিয়াস অনুসারীদের সংঘর্ষ বেঁধে যায়। পরে দলীয় নেতাদের হস্তক্ষেপে মারামারি থেমে যায়। এদিকে মারামারির সময় এসএ টিভিতে লাইভ চলাকালে ছাত্রদলের নেতারা ক্যামেরাম্যান অমিত দাশকে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ উঠেছে।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে অনশন কর্মসূচি পালন করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সাবেক সংসদ সদস্য বেগম রোজী কবির, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, নগর বিএনপি নেতা এম এ আজিজ, হারুণ জামাল, নিয়াজ মোহাম্মদ খান, নূরুল আলম রাজু, এম এ হান্নান, সাইফুল আলম, যুবদলের কাজী বেলাল, মহিলা দলের মনিআরা বেগম মনি ও জেলী চৌধুরী প্রমুখ।একই মাঠে মহানগর বিএনপি ও উত্তর জেলা পৃথকভাবে অনশনে অবস্থান করলেও উত্তর জেলার নেতাকর্মীদের মধ্যেও দুটি পক্ষ আলাদাভাবে অনশন করেছে। বিকেল চারটায় অনশন শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *