জেলখানায় গুলশানের সুবিধা দেয়া সম্ভব নয়: কাদের


উচ্চ আদালতের নির্দেশে বেগম জিয়াকে অবশ্যই ডিভিশন দেয়া হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জেলকোড অনুসারে তিনি ডিভিশন পাবেন। তবে জেলখানায় উনাকে (খালেদা জিয়া) গুলশানের সুবিধা দেয়া সম্ভব নয়।’ সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কে একটি গেইট উদ্বোধনকালে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আব্দুর রহমান বদি, সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক সহ দলের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা।এর আগে গতকাল রবিবারও সচিবালয়ে সাংবাদিকদের কাদের বলেছিলেন, ‘কারাগারে খালেদা জিয়াকে কোনও ধরনের অসম্মান বা অমর্যাদা করা হচ্ছে না। জেলকোড অনুযায়ী সব সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে খালেদা জিয়াকে। তবে জেলকোডে গৃহপরিচারিকা অথবা ব্যক্তিগত সহকারী রাখার কোনও বিধান নেই। জেল তো জেলই। জেলখানা আরাম-আয়েশের জায়গা না।’যদিও বিএনপির পক্ষ থেকে বারবারই দাবি করা হচ্ছে- খালেদা জিয়াকে স্যাঁতসেঁতে ও পরিত্যক্ত জায়গায় একা রাখা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীকে একজন সাধারণ কয়েদির মতো রাখা হয়েছে। ৭৫ বছর বয়সী একজন দেশনেত্রীকে ডিভিশন না দেয়া অমানবিক।এদিকে খালেদা জিয়াকে জেলকোড অনুযায়ী প্রথম শ্রেণির (ডিভিশন) বন্দির মর্যাদা দিতে কারা কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে রবিবার নির্দেশ দেন উচ্চ আদালত।উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ০৮ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। রায়ে তারেক রহমানসহ বাকিদের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর ওই দিনই কড়া নিরাপত্তায় খালেদা জিয়াকে ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানেই আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *