বেনাপোল চেকপোষ্টে ২০ হাজার ৯’শ মার্কিন ডলার ও ৩৫ লাখ ২০ হাজার ভারতীয় রুপী সহ ৫ পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি
বেনাপোল সংবাদদাতা: ভারত থেকে পাচার হয়ে আসার সময় বেনাপোল চেকপোষ্ট এলাকা থেকে শুক্রবার দুপুরে ২০ হাজার ৯’শ মার্কিন ডলার ও ৩৫ লাখ ২০ হাজার ভারতীয় রুপী সহ ৫ জন পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন মহিলা যাত্রী রয়েছে। ৪৯ বিজিবি’র কমান্ডিং অফিসার লে.কর্নেল আরিফুল হক জানান, ভারত থেকে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা পাচার বাংলাদেশে আসছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ৫ জন পাসপোর্ট যাত্রীকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২০ লাখ ৯০০ মার্কিন ডলার ও ৩৫ লাখ ২০ হাজার ভারতীয় রুপি জব্দ করে। আটককৃতরা সকলেই হুন্ডী ব্যবসায়ী বলে বিজিবি জানায়।আটককৃতরা হলো নজরুল ইসলাম (৩৫) ,জুয়েল খান (৩২),শহিদুর রহমান (৪২)শাহিদা বেগম (২২)ও ইয়াছমিন আক্তার (২০)। এদের সকলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।