খালেদার রায়ের দিনে পুঁজিবাজার চাঙা


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় ঘিরে পুঁজিবাজারে যে অস্থিরতা দেখা দিয়েছিল সে চিত্র পাল্টে যেতে দেখা গেলো সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার। সূচক ও লেনদেনে টানা নিম্নমুখি প্রবণতার পর এদিন দেশের প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনও।বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) ডিএসইতে মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। দুপুর ১২টা নাগাদ ডিএসইতে মোট ১০২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭১টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯৫৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৮৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৩ পয়েন্টে।একইদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩৭৭ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ৩৬টির এবং ২৯টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *