মুন্সীগঞ্জের সিরাজদিখান রশুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামালের শ্রেণী কক্ষে কোচিং বাণিজ্য
স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ জেলা সিরাজদিখান থানাধীন রশুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল আহমেদ নিয়ম বহির্ভূত ভাবে শ্রেণী কক্ষে কোচিং বাণিজ্যে ন্যস্ত। এলাকাবাসী ব্যক্ত করে সহকারী শিক্ষক জামাল ৫ম শ্রেণীর ৫০ জন ছাত্র-ছাত্রী থেকে সকাল শিফটে কোচিং বাণিজ্যে ৫০০ টাকা হারে ২৫,০০০ টাকা এবং বিকাল শিফটে আরো ৫০ জন ছাত্র-ছাত্রী থেকে ৫০০ টাকা হারে ২৫,০০০ টাকা সর্বমোট মাসে ৫০,০০০ টাকা ছাত্র-ছাত্রী থেকে হাতিয়ে নিচ্ছে। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে কোন আকারে প্রকারে কোচিং বাণিজ্য করা যাবে না, তা সত্বেও সহকারী শিক্ষক জামাল তাহা ভ্রুক্ষেপ করছে না। উপরের ছবিতে স্পষ্ট প্রমানিত হয় যে জামাল সকাল ৭.০০ টায় এবং বিকাল ৫.০০ টায় কোচিং বাণিজ্যে মাসিক ৫০,০০০ টাকা আত্মসাৎ করছে তাহা ধ্রুবতারার ন্যয় সত্য।
(বিস্তারিত আগামীতে পত্রিকার পাতায়)