মাগুরায় সহপাঠীকে উত্যক্তর প্রতিবাদ করায় দাখিল পরীক্ষার্থীসহ ২জনকে কুপিয়ে জখম


মাগুরা প্রতিনিধি: মাগুরায় সহপাঠিদের উত্যক্তের প্রতিবাদ করায় সকালে এসএসসি দাখিল পরিক্ষার্থীসহ ২জনকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। আহতরা হচ্ছে জেলার সদর উপজেলার জগদল রূপাটি দাখিল মাদ্রাসা দাখিল পরিক্ষার্থী ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে আশিকুর রহমান (১৮) ও একই উপজেলার ইজিবাইক চালক জগদল গ্রামের নজরুল ইসলামের ছেলে মিরাজ হোসেন (২২)। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে শহরের ভায়না এলাকার মোসলেম মোল্যার ছেলে সিন্দবাদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মাগুরা সদর হাসপাতালে ভর্তি ইজিবাইক চালক মিরাজ জানান বুধবার সকাল ৯টার দিকে জগদল রূপাটি দাখিল মাদ্রাসার ৪ ছাত্রীসহ ৮জন পরিক্ষার্থী নিয়ে মাগুরা শহরের সিদ্দিকীয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল।পথিমধ্যে শিমুলিয়া এলাকায় কয়েকজন বখাটে যুবক অপর একটি ইজিবাইকে তাদের পিছু নেয়। বখাটেরা ইজিবাইকে থাকা শিক্ষার্থীদের নানা অশ্লীল কথা বলে উত্যক্ত করতে থাকে। এ সময় উত্যক্তের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ওই যুবকেরা তাদের ইজিবাইকের গতিরোধ করে ধারালো ছুরি দিয়ে আশিকুর ও চালক মিরাজকে ছুরিকাঘাত করে মারাত্মক আহত করে। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে আশিকুরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডেকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ইলিয়াস হোসেন জানান- ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সিন্দাবাদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। অন্যদেরও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *