‘খালেদার ৬ শর্ত মানা সম্ভব নয়’-বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ


নির্বাচনে অংশ নিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে শর্ত দিয়েছেন তা নাকচ করে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘একটি রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশ নিতে ৬টি শর্ত দিয়েছে। কিন্তু এসব শর্ত মানা সম্ভব নয়।’ রবিবার (৪ ফেব্র“য়ারি) রাজধানীর আগারগাঁয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।বাণিজ্যমন্ত্রী বলেন, ‘একটি রাজনৈতিক দল নির্বাচনে যেতে ৬ শর্ত দিয়েছে। কিন্তু শর্ত দিয়ে কিছু হবে না। এসব শর্ত বাস্তবায়ন সম্ভব নয়। কারণ সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।’তিনি বলেন, ‘নির্বাচনকালীন সরকার ছোটও হতে পারে বড়ও হতে পারে। ওই সময় দৈনন্দিন কার্যক্রম চলবে সরকারের নির্দেশে। তবে নির্বাচন কার্যক্রম ক্ষমতা প্রয়োগ করবে নির্বাচন কমিশন।’মন্ত্রী বলেন বলেন, ‘এ বছর নির্বাচনের বছর। ইসি এর নেতৃত্ব দেবে। আমরা ক্ষমতায় থাকবো ২০১৯ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত। এর আগের ৯০ দিনের মধ্যে ইসি নির্বাচন দেবে। এজন্য আলাপ-আলোচনা, সংলাপের প্রয়োজন নেই।’শনিবার রাজধানীতে অনুষ্ঠিত বিএনপির নির্বাহী কমিটির বৈঠকে নির্বাচনে যেতে দলটি ৬টি শর্ত দেয়। শর্তগুলো হলো- নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচন আয়োজন, ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা, নির্বাচন কমিশন কর্তৃক নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা, ভোটের সময় সেনা মোতায়েন, ইভিএম ব্যবহারের পরিকল্পনা প্রত্যাহার এবং সংসদ ভেঙে দেয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *