সাহসীকতার আরেক নাম খুলনা মেট্রোপলিটন পুলিশ কোর্ট ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান


নজরুল ইসলাম, ব্যুরো চীপ (খুলনা): কাজী মোস্তাফিজুর রহমান গত ১৮ ফ্রেব্যুয়ারী/১৩ তারিখে উপ-পুলিশ পরিদর্শক হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনে জীবনে ঝুঁকি নিয়ে দেশের স্বার্থে অনেক অভিযান সফল করে আসছেন। শিবচর-মাদারীপুর হাইওয়ে পুলিশের দায়িত্বে থাকা কালীন ৬ অক্টোবর/১৫ তারিখে ১৮৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। ৮ অক্টোবর/১৫ দুই ব্যক্তি গ্রেফতার সহ ৭৫ বোতল ফেনসিডিল সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেন। এছাড়া শিবচর এলাকায় ১ হাজার পিচ কারেন্ট জাল জব্দ করেন। পরবর্তীতে যশোর, নওয়াপাড়া হাইওয়ে পুলিশে দায়িত্বে থাকা কালীন ১ ব্যক্তিকে গ্রেফতার সহ ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। খুলনা মেট্রোতে ২০১৬ সালে যোগদানে দৌলতপুর থানায় ১০০ পিচ মোবাইল চুরি মামলায় মাত্র ৮৬ ঘন্টার ব্যবধানে চোরাই মোবাইল উদ্ধার সহ প্রকৃত চোরকে গ্রেফতার করে কেএমপি পুলিশের মাঝে চমক সৃষ্টি করেন। তার এহেন সফলতায় আকৃষ্ট হয়ে ডেপুটি পুলিশ কমিশনার আব্দুল্লাহ আরেক (সাউথ) পুরস্কৃত করেন। এছাড়া শত শত পিচ ইয়াবা ট্যাবলেট, গাজা ও ফেনসিডিল সহ আসামী গ্রেফতার করেন। ইনি মাদকের সাথে কখনও আপোষ করেননি বা আগামীতে করবেন না বলে জানান। তার দক্ষতা ও সফলতার কারনে গত জুন/১৭ কেএমপি কমিশনার কর্তৃক শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার হিসেবে পুরস্কৃত করেন। হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লিক কামরুল ইসলাম কর্তৃক সাহশীকতার উপর বিশেষ পুরস্কৃত হন। মাদকের বিরুদ্ধে সফালতা অর্জন করায় সাহশী পুলিশ অফিসার হিসেবে স্থানীয় সুধী মহল স্বীকৃতি দেন। কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এমনকি রাতে সড়কে ডাকাতী বন্ধ করায় পুলিশ সুপার কর্তৃক বিশেষ পুরস্কৃত হন। খুলনা সোনাডাঙ্গা থানার পুলিশ বক্সের ইনচার্জ হিসেবে দায়িত্বে থাকা কালীন মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনায় অনেকের গাত্রদাহ দেখা যায়। এমনকি ঐ রুটের মাদক পরিবহন বন্ধ হয়। গত ৫ সেপ্টেম্বর/১৭ সাজা প্রাপ্ত ওয়ারেন্ট আসামী ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পা ভেঙ্গে যায়। বর্তমানে সুস্থ অবস্থায় জেলা দায়রা জজ আদালতে পরিদর্শকের দায়িত্বে আছেন সাহশী পুলিশ অফিসার মোস্তাফিজুর রহমান। কাজী মোস্তাফিজুর রহমান নড়াইল জেলার রাম নগর গ্রামে মরহুম কাজী আজিজুর রহমানের (মুক্তিযোদ্ধা) সন্তান। সে ১৯৯৪ সালে কালিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ম বিভাগে এস,এস,সি পাশ করেন। ১৯৯৬ সালে মুন্সি মালিক ডিগ্রী কলেজ থেকে ২য় বিভাগে এইচ,এস,সি ও ১৯৯৯ সালে বি,এল কলেজ থেকে হিসাব বিজ্ঞানে ২য় বিভাগে ¯œাতকোত্তর পাশ করেন। ১৯১৩ সালে ১৮ ফেব্রুয়ারী উপ-পুলিশ পরিদর্শক হিসেবে চাকুরীতে যোগদান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *