মতলব উত্তরে টগী রানী হত্যা মামলা, মারিয়া জেনারেল হাসপাতাল ও ডায়াগণষ্টিক সেন্টার ম্যাজিস্ট্রেট কর্তৃক সিলগালা


এম.পারভেজ পাটোয়ারী: মতলব উত্তর উপজেলায় আলোচিত গৃহবধু টগী রানী সরকার হত্যার সাথে জড়িত মারিয়া জেনারেল হাসপাতাল ও ডায়াগণষ্টিক সেন্টার সিলগালা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। গত মঙ্গলবার সকাল ১১টায় সিলগালা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কুমার সাহা ও মতলব উত্তর থানার উপ-পরিদর্শক ওমর ফারুক।উল্লেখ্য, গত ২২ জানুয়ারী মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচরস্থ মারিয়া জেনারেল হাসপাতাল ও ডায়াগণষ্টিক সেন্টারে পরিচালক আফরোজা মাসুদ ঝুনুর নেতৃত্বে অবৈধভাবে গৃহবধু টগী রানী সরকারকে গর্ভপাত করানোর সময় মৃত্যু হয়। এরপর লাশ গুম করার জন্য বড় ষাটনল এলাকায় সেচ ক্যানেলে ফেলে দেয়। ওইদিন টগী রানীর স্বামী ক্ষিতিশ চন্দ্র সরকার বাদী হয়ে আফরোজা মাসুদ ঝুনুকে প্রধান আসামীসহ মোট পাঁচজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *