নওগাঁর আত্রাইয়ে প্রতিপক্ষের হামলায় আহত-৯। এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে।


নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগের দু’-গ্রুপের প্রচারনা কালে প্রতিপক্ষের হামলায় কমপক্ষে ৯জন াাহত হয়েছে। আহতদের আত্রাই ও রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার বিকালে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী রাজশাহী মহানগর আওয়ামীগ সহ –সভাপতি নওশের আলী তার লোকজন সহ আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নে গন সংযোগ করছিলেন। এসময় আওয়ামী লেিগর আরেক গ্রুপের লোকজন ৭/৮ টি মোটর সাইকেল যোগে দলীয় প্রচার কাজে কালিকাপুর ইউনিয়নের তারা নগর নামক স্থানে পৌঁছিলে দ’ুগ্রুপ মুখোমুখী হয় এবং সংঘর্ষের সৃষ্টি হয়। এতে প্রতি পক্ষের হামলায় ৯জন আহত হয়। আহতরা হলো রাণীনগর উপজেলা ছাত্র লীগের সভাপতি রোকনুজ্জামান মোহন(২৮) ছাত্র লীগ নেতা হেবুল(২৫) আব্দুর রহিম(১৮) সোহাগ(১৭) জিল্লুর রহমান(২৬) রবিন(১৮) সেলিম(২৫) রানী নগর যুব লীগ নেতা সবুজ(২৫) ও সাদিকুল ইসলাম(৩২) আহতদের মধ্যে সবুজ ও সাদিকুল ইসলাম আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওঅন্যন্যদের রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।আত্রাই থানার অফিসার ইনচার্জ(ওসি) মোবারক হোসেন বলেন সংবাদ পেয়ে ঘটনারস্থল পরিদর্শন করেছি। সেখান (ঘটনারস্থল) থেকে কয়েকটি ভাংচুরকৃত মোটর সাইকেল উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে এবং ঘটনার স্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। এখন সেখানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ বিষয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) এএসএম সিদ্দুকুর রহমান বলেন এ ঘটনায় রাত্রি ৯ঘটিকা পর্যন্ত কোন পক্ষের মামলা দায়ের হয়নিবা কাউকে গ্রেফতার করা হয় নাই। এ ব্যাপারে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনারস্থল পরিদর্শন করি এবং আইন –শৃঙ্ঘলা স্বাভাবিক রাখতে আত্রাই থানা অফিসারকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *