ডুমুরিয়া উপোজেলা ১২ নং রংপুর ইউনিয়নে বিদ্যুৎ নিয়ে চরম দুর্নিতি
ডুমুরিয়া উপজেলা রুদাগরা ইউনিয়ন এর শৈলগাতি গ্রামের হুমায়ন নামে তথা কথিত ব্যাক্তি বিদ্যুৎ সংযাগ দিয়ে। গরিব অসহায় ব্যক্তিদের কাছ থেকে প্রতিটি মিটার এর জন্য হুমায়ন কে দিতে হবে ৫৫০০/= কিন্তু গ্রাহক হুমায়ন এর কাছে জানতে চায় অফিসে ৬৫০/= টাকায় বিদ্যুৎ সংযোগ দিবে। কিন্তু‘ সেই মিটার বাড়ীতে আসবেনা। কারন আমি অফিসের লোক অফিসের বিভিন্ন ষ্টাফ কে টাকা দিতে হয় তারপর মিটার পাশ হয়। এ ব্যাপারে অপরাধ তথ্য চিত্র এর সাংবাদিক খোঁজ খবর নিয়ে জানে শলুয়া বাজার কালিঘাট , পাশখালি ও ঘোনাদ্বড়া বিভিন্ন জায়গায় ৫৫০০ টাকায় মিটার সংযোগ দিয়েছে। যাহার যথেষ্ট প্রমান রয়েছে। অপরাধ তথ্য চিত্র এর সংবাদিক গত ২৯/০১/০১৮ ইং তারিখে বিদ্যুৎ অফিসের ডি.জি.এম এর সাথে সাক্ষাতে কথা বলে জানা যায় ৬৫০/= মিটার সংযোগ পাওয়ার জন্য খরচ হবে ডি.জি.এম কে প্রশ্ন করা হয় হুমায়ন বিদ্যুৎ সংযোগ দিয়ে ৫৫০০/= নিচ্ছে ডি.জি.এম বলেন হুমায়ন আমার অফিসের কোন লোক না বা সে যদি বিদ্যুৎ নিয়ে দালালি করে তাকে এলাকাবাসী পুলিশের হস্তান্তর করুক। এ ব্যপারে হুমায়ন এর সাথে ফোনে কথা বললে সে বলে আমি বিদ্যুৎ অফিসে চাকুরি করি এবং হুমায়ন বিভিন্ন লোক মারফত হুমকি স্বরূপ কথা বলিয়া আসিতেছে।