ইবি ভিসির উপর হামলার প্রতিবাদে বিএনসিসি ও রোভার স্কাউট গ্র“পের মানববন্ধন ও প্রতিবাদ সভা


মোঃ তাছবিরুল ইসলাম তন্ময় কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী’র উপর দুর্বৃত্তদের জঘণ্যতম হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় বিএনসিসি ও রোভার স্কাউট গ্র“প। গতকাল সোমবার মৃত্যুঞ্জয়ী মুজিব চত্বরে সকাল সাড়ে ১০টা হতে বেলা ১১টা পর্যন্ত এ মানববন্ধ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে রোভার স্কাউট গ্র“পের সম্পাদক প্রফেসর ড. রুহুলকে এম সালেহের সভাপতিত্বে এবং বিএনসিসি’র প্রধান সমন্বয়কারী কর্মকর্তা প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম ও ড. মোঃ কামরুল হাসান প্রমুখ। সভায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বলেন, ভাইস চ্যান্সেলরের উপর হামলা মানেই ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারের উপর হামলা। এ হামলা কোনভাবেই মেনে নেয়া হবে না। তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় যখন আন্তর্জাতিকীকরণের পথে এগিয়ে চলেছে, অসাম্প্রদায়িক চেতনায় যখন বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে, ঠিক এমনি একটি মুহূর্তে ভাইস চ্যান্সেলর উপর জঘণ্যতম হামলা, যা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। তিনি বলেন, অবিলম্বে হামলাকারী এবং ইন্ধন দাতাদের গ্রেফতার করে উপযুক্ত শা¯িÍর ব্যবস্থা করতে হবে। তা না হলে শিক্ষক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে। সভায় ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ বিদ্যাপীঠ হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিনের অবহেলিত এই বিশ্ববিদ্যালয়ে মাননীয় ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে বহুমুখী উন্নয়ন কাজ চলছে। আমরা মনে করি উন্নয়ন কাজ বাঁধাগ্রস্থ করতেই এ হামলা। আমরা অতিদ্রুত হামলার প্রকৃত রহস্য জানতে চাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শা¯িÍর দাবি জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *