৫ ঘন্টা বন্ধ থাকার পর বেনাপোল স্থল বন্দরে হ্যান্ডলিং শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
বেনাপোল সংবাদদাতা: বকেয়া মজুরির দাবিতে রোববার ৫ ঘন্টা বন্ধ থাকার পর বেনাপোল স্থল বন্দরে হ্যান্ডলিং শ্রমিকদের (এক অংশের) কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। বন্দরের পরিচালক ও শ্রমিকদের মধ্যে এক বৈঠকে ফলপ্রুশু আলোচনার পর শ্রমিকরা বেলা ২টা থেকে কাজে যোগ দেন। এর আগ সকাল ১০ টা থেকে অনির্দিস্টকালের জন্য বন্দরে লোড আনলোড বন্ধ রাখে শ্রমিকরা। ফলে সকাল থেকে কোন কাজ হয়নি বন্দরে। বন্দরে এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র পণ্যজটের।বেনাপোল বন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারন সম্পাদক রাশেদ আলী জানান, বন্দরে ম্যানুয়াল সাইডে পণ্য লোড আনলোডে শ্রমিকদের মজুরি টন প্রতি ১৭.৫০ টাকা দেয়ার কথা থাকলেও গত তিন মাস যাবত তারা কোন মজুরি পাচ্ছেন না। বকেয়া মজুরি না পাওয়ার কারনে তারা সকাল থেকে অর্নিষ্টিকালের কর্মবিরতি পালন করেছেন। পরে বন্দর কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম জানান, গত ডিসেম্বর থেকে ড্রপ কমিনিউকেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বন্দরের হ্যান্ডলিং কাজ পেয়েছেন। তারা কেন শ্রমিকদের অর্থ পরিশোধ করেনি তা আমার জানা নেই। বকেয়া মুজরির দাবিতে সকাল ১০ টা থেকে হ্যান্ডলিং শ্রমিকরা বন্দরে কাজ বন্ধ রাখে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে শ্রমিকদের সাথে এক বৈঠকে তাদের ন্যায্য মুজরি পরিশোধের ব্যাপারে চেয়ারম্যান মহোদয় নিজেই আশ্বাস দেওয়ার পর শ্রমিকরা বেলা ২টা থেকে তাদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন। বন্দর এখন সচল রয়েছে।