চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান:বিপুল পরিমান মালামাল উদ্ধার॥


হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-৬ বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা আইসিপি চেকপোষ্ট থেকে উন্নত মানের ২২পিস ভারতীয় শাড়িসহ বিপুল পরিমান মালামাল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। শনিবার সন্ধা ৭টার দিকে এসব মালামাল উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য তিন লক্ষ পঁচাত্তর হাজার চারশত টাকা। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান, শনিবার সন্ধা ৭টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা আইসিপি চেকপোষ্ট থেকে ভারতীয় উন্নত মানের ২২ টি শাড়ী, ৪২ পিস থ্রী পিস, ৪পিস উন্নত মানের লেহাঙ্গা, ৩৯৪ টি ইমিটেশনের ফুলের আংটি ও ২০০ প্যাকেট লাইট সিগারেট পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য তিন লক্ষ পঁচাত্তর হাজার চারশত টাকা। উদ্ধারকৃত মালামাল দর্শনা কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *