চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফার্মেসি থেকে ভারতীয় যৌনউত্তেজক ট্যাবলেট উদ্ধার:ভ্র্যাম্যমান আদালতে জরিমানা


হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা বাজারে মামুন ফার্মেসিতে ভারতীয় যৌন উত্তেজক টেবলেট বিক্রির অভিযোগে ফার্মেসির মালিক মামুনকে (৩৫) ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্র্যাম্যমান আদালত। মামুন দামুড়হুদার কার্পাসডাঙ্গার আরজুল্লার ছেলে। শনিবার দুপুরে দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার নির্বাহী ম্যাজিট্রেট রফিকুল হাসান এই আদালত পরিচালনা করেন।আদালত সুত্রে জানাযায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পরিচালক লুৎফুল কবির,তপু কুমার ভৌমিক ও পর্যবেক্ষক নজরুল ইসলাম কার্পাসডাঙ্গা বাজারের মামুন ফার্মেসিতে অভিযান চালায়। এসময় তারা ঐফার্মেসি থেকে বেশ কিছু ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করে।পরে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারকে সংবাদ দিলে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৯৪০ সালের ঔষধ আইনের ১৮ ও ২৭ ধারা মোতাবেক মামুন কে ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। মামুন জরিমানার টাকা পরিষোধ করে মুক্ত হন। পরে ঔষধ গুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। আদালত পরিচালনায় সহায়তা করেন সার্টিফিকেট সহকারী জিহন আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *