সান্তাহারে ২০ শয্যার আধুনিক হাসপাতাল, ১২ বছরেও নির্মান সমাপ্ত হল না


আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রথবাড়ীতে ২০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মান কাজ ১২ বছরেও শেষ হল না। ফলে শহর ও আশ পাশের লক্ষাধিক মানুষের চিকিৎসা পাওয়া থেকে বঞ্চিত হয়ে আসছে।জানা গেছে, প্রায় সাড়ে ৩ কোটি ব্যয়ে হাসপাতাল নির্মানের ভিত্তি স্থাপন করা হয় ২০০৫ সালের ৩০ মে। নির্মান কাজ শেষ না হতেই চারদলীয় জোট সরকারের মেয়াদের কয়েক দিন আগে ২০০৬ সালের ২২ অক্টোবর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিকে ওই সরকারের শেষ সময়ে কাজ অসমাপ্ত রেখেই উদ্বোধন এবং চিকিৎসক সহ হাসাপাতালের অন্যান্য দপ্তরের লোকবল মঞ্জুর ও পোস্টিং দেওয়া হয়। সেই সাথে অপারেশন থিয়েটারের সকল সামগ্রী ও দেওয়া হয়। কিন্তু পোস্টিং পাওয়া চিকিৎসক সহ অন্যান্য লোকবল সরেজমিন হাসপাতালের অসমাপ্ত অবস্থা দেখে তাদের পোস্টিং বাতিল করিয়ে নেয়। এছাড়া সান্তাহার হাসপাতালের জন্য পাঠানো সব সরঞ্জাম আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাক্সবন্দি অবস্থায় রেখে দেওয়া হয়। এখনো ওই অবস্থায় রয়েছে বলে জানা গেছে। এ বিষয় নিয়ে বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রকাশ হয়। এর প্রেক্ষিতে দূর্নীতি দমন বিভাগ তদন্ত করে এবং এর সত্যতা পায়। দূদকের তদন্তে, কাজ শেষ না হতেই পুরো বিল প্রদানের ঘটনায় ফেঁসে যায় হাসপাতাল নির্মান কাজের দরপত্র আহবান এবং বিল প্রদানকারি সিএমএমইউ এর কর্মকর্তাগণ। তবে অবশিষ্ট কাজ শেষ করার অলিখিত চুক্তিতে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হয় নি। অলিখিত চুক্তি মোতাবেক ২০১২ সালের জুলাই মাসে দায়ী কর্মকর্তারা “খেসারত” হিসাবে প্রায় এক কোটি টাকার কাজ করলেও এখনো অনেক কাজ বাঁকী রয়েছে। দীর্ঘ ১২ বছরেও হাসপাতালটির নির্মান কাজ শেষ ও চালু না হওয়ায় সান্তাহার শহর ও আশপাশের প্রায় লক্ষাধিক মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। পাশাপাশি বোরহান উদ্দিন নামের স্থানীয় এক ব্যক্তিকে কেয়ারটেকার হিসাবে রাখা হলেও দীর্ঘদিন ধরে সে কোন পারিশ্রমিক পায় না বলে জানিয়েছেন। হাসপাতালটির নির্মান কাজ শেষ না হওয়া এবং ব্যবহার না করার কারণে মূল ভবন, হাসপাতাল প্রধানের কোয়াটার, সেবিকা কোয়াটার, কিচেন কোয়াটার এবং অসমাপ্ত স্টাফ কোয়াটারের প্রতিটি কক্ষ এবং গলি পথে বাসা বেঁধেছে মাকড়শা। পরিত্যক্ত হতে চলেছে সব গুলো অবকাঠামো। এ্যাম্বুলেন্স রাখার জন্য তৈরি করা ঘরে দরজা না লাগানোয় বর্তমানে সেটি এলাকার মানুষ গরুর গোবরের ঘুঁটে শুকানো এবং মজুদাগার হিসাবে ব্যবহার করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *