শেরপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৩০১
আলহাজ্ব মাহবুবর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরে বিশেষ অভিযানে গত ৭ দিনে ৬৩ মামলায় ৩০১ জন গ্রেফতার করেছে পুলিশ। ময়মনসিংহ বিভাগের রেঞ্জ ডিআইজির নির্দেশনায় জেলার প্রতিটি উপজেলাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক, চুরি, ছিনতাই, মারামারি ও হত্যাসহ ৬৩ মামলায় জড়িত ৩০১ জনকে গ্রেফতার করেছে।তথ্যমতে, ৬ জানুয়ারী ১০ টি মামলায় ৩৮ জন, ৭ জানুয়ারী ১২ মামলায় ৪৩ জন, ৮ জানুয়ারী ৯ মামলায় ৪০ জন, ৯ জানুয়ারী ১১ মামলায় ৩৭ জন, ১০ জানুয়ারী ১১ মামলায় ৪৫ জন, ১১ জানুয়ারী ৫ মামলায় ৫৫ জন এবং ১২ জানুয়ারী ৫ মামলায় ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম বলেন, ময়মনসিংহ বিভাগের রেঞ্জ ডিআইজির নির্দেশনায় ও শেরপুরের পুলিশ সুপারের দিকনির্দেশনায় গত ৬ জানুয়ারী থেকে ১২ জানুয়ারী পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার অপরাধ নির্মূলে ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে কর্তৃপক্ষের নির্দেশ সাপেক্ষে এই অভিযান অব্যাহত থাকবে।