পোড়াদহ ভরসা রড সিমেন্টের দোকানে লুটপাট: দোকান মালিককে মারধর
মোঃ তাছবিরুল ইসলাম তন্ময় কুষ্টিয়া জেলা প্রতিনিধি: রবিবার বেলা সাড়ে ১২টার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ নতুন বাজারে ভরসা রড সিমেন্টের দোকানে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর করেছে স্থানীয় ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সেলিম সহ ৪/৫ জন দূর্বৃত্ত। জানা যায়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী যুবদলের নেতা সেলিম পিতা বিল্লাল, ফিরোজ (২৮) পিতা ঠাকুর, জুয়েল হঠাৎ করে পোড়াদহের বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল শেঠের নতুন বাজারে রড সিমেন্টের দোকানে অতর্কিতভাবে প্রবেশ করে হামলা চালায়। এ সময় সংঘবদ্ধ হামলাকারীরা দোকানের ম্যানেজার দুলালকে বেধড়ক মারধর করে ক্যাস বাক্সের চাবি ছিনিয়ে নিয়ে ক্যাসে থাকা প্রায় ১০ লক্ষ টাকা সহ ম্যানেজারকে তুলে নিয়ে যায়। জানা যায়, খবর পেয়ে আহম্মদপুর পুলিশ ফাঁড়ির আইসি শহিদুল ইসলাস সঙ্গীফোর্স নিয়ে প্রায় ৩ ঘন্টার এক দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে ম্যানেজারকে উদ্ধার করে। এ ব্যাপারে হামলাকারীদের ও ছিনতাইকৃত টাকা উদ্ধার করা যায়নি বলে জানা গেছে। এব্যাপারে ভরসা রড সিমেন্ট দোকানের মালিক রিয়াদ শেঠ বাদী হয়ে মিরপুর থানায় একটি কিডনাফ ও টাকা ছিনতাইয়ের মামলা দায়ের করেন। এদিকে থানায় মামলা দেওয়ার খবর পেয়ে হামলাকারীরা আনোয়ার ইস্পাত এর ডিলার, ভরসা রড সিমেন্টের দোকানের মালিক ইকবাল শেঠকে মামলা হত্যার জন্য হুমকি দিচ্ছে ।