‘নির্বাচন ঠেকাতে মাঠে নামলে জনগণ প্রতিহত করবে’


আগামী সংসদ নির্বাচন ঠেকাতে যারা মাঠে নামবে জনগণ তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, ‘২০১৪ সালে বিএনপি নির্বাচন বানচালের জন্য আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে। আগুন দিয়ে ভোট কেন্দ্র পুড়িয়েছে । বিদ্যুৎ কেন্দ্রে ঢুকে প্রকৌশলীকে হত্যা করেছে। পুলিশ, গোয়েন্দা বিভাগের কর্মকর্তাসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের হত্যা করেছে। বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে। সাধারণ জনগণ তাদের সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করেছে।’তিনি বলেন, ‘বন্দুকের নলে যে দলের জন্ম, তারা কোন গণতন্ত্রের ভাষা বোঝে না। গণতন্ত্র চর্চা ও অনুশীলন করে না। তারা সন্ত্রাস, জঙ্গিবাদে মদদদান এবং কালো টাকা সাদা করার অনুশীলন করতে জানে।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিএনপি নির্বাচন ঠেকানোর নামে মসজিদে আগুন দিয়েছে কোরআন শরীফ পুড়িয়েছে, গাছ কেটে পরিবেশ নষ্ট করেছে। কিন্তু জনগণ তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধ করে নির্বাচনে অংশগ্রহণ করেছে।’সংসদ নেতা বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে বিএনপির সন্ত্রাসী কার্যক্রম সত্তেও ৪০ শতাংশ ভোট পড়েছে।’ তিনি সরকারের ধারাবাহিকতা ও উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *