মংলা কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের অভিযান _ ২০১৭ সালে ৩’শ ৫৪ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ
মনির হোসেন, মংলা(বাগেরহাট): বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী পশ্চিম (মংলা) জোনের আওতাধীন বিভিন্ন ষ্টেশন সমূহের অপারেশন টিমের সদস্যরা ২০১৭ সালের পুরো বছর ধরে সুন্দরবন সংলগ্ন খুলনা,বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সর্বমোট ৩৫৪ কোটি ৩০ লাখ ১ হাজার ৭৮৬ টাকার অবৈধ পণ্য জব্দ করেছে। সুন্দরবনে বিভিন্ন বনদস্যু বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে ৮৭ টি অস্ত্র, ২৯০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার সহ বনদস্যুদের ব্যবহৃত আস্তানাও গুড়িয়ে দিয়েছে কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন। আটক করা হয়েছে বেশ কয়েক জন দস্যুবাহিনী প্রধান সহ অর্ধশতাধিক বনদস্যুকে। এ ছাড়াও সুন্দরবন সংলগ্ন এলাকা সমূহে বণ্যপ্রাণী পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয় ৫৭ টি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে। বনদস্যুদের ব্যবহৃত নৌকাসহ অবৈধ পাচার কাজে নিয়োজিত ২ শতাধিকেরও বেশী নৌকা আটক করা হয়েছে। বিভিন্ন বনদস্যু বাহিনীর কাছে জিম্মি থাকা ১৪৭ জন জেলেকে উদ্ধার করে স্হানীয় প্রশাসন ও তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড বাহিনী। অবৈধ চোরাচালান রোধ, বন্যপ্রাণী পাচারকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনীর সক্রিয় ভূমিকা দেশ ও আন্তর্জাতিক পরিমন্ডলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সুন্দরবনে চোরা শিকারীদের অপৎপরতার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন অন্যান্য বছরের মত ২০১৭ সালেও ব্যাপক কৃতিত্ব দেখিয়েছে। বিরল প্রজাতির তক্ষক, হরিণের চামড়া,মাংস, মাথা সহ বেশ কয়েকজন চোরাকারবারিকে আটক করে স্হানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে পাচার হয়ে আসা অর্ধশতাধিক শাড়ি কাপড়ের চালান ২০১৭ সালে আটক করেছে কোস্টগার্ড বাহিনী। উপকূলীয় জনগনের নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী বণ্যপ্রাণী হত্যা ও পাচার রোধ, মানব ও শিশুশ্রম বন্ধ, নদী দূষন প্রতিরোধ,পরিবেশ রক্ষা, মংলা সমুদ্র বন্দরে বানিজ্যিক জাহাজ চলাচলে সহায়তা প্রদান, নৌ দূরঘটনা ও জলযানের বিপদে সহায়তা, জলপথে জানমালের নিরাপত্তা রক্ষা, নদী ও সমুদ্রপথ ব্যবহারকারীদের নিরাপত্তার পাশাপাশি দেশের সামুদ্রিক এলাকায় মৎস আহরনরত মৎস্যজীবীদের নিরাপত্তা প্রদান, জলসীমায় সংঘটিত নাশকতামূলক ও সন্ত্রাসমূলক কার্যকলাপ প্রতিরোধ,দূর্যোগ (সাইক্লোন,বন্যা) পূর্ব বা পরবর্তী কার্যক্রমে জনগনের জানমাল রক্ষা, জাটকা ও মা ইলিশ রক্ষা, মংলা বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্তৃপক্ষকে নিয়মিত সহযোগিতা প্রদান করে আসছে ।
কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের গোয়েন্দা দপ্তর কর্তৃক প্রেরিত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, ২০১৭ সালের জানুয়ারী মাসে অভিযান চালিয়ে মোট ২০ কোটি ৪৫ লাখ ৩২ হাজার ২০০ টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়। ফেব্রুয়ারী মাসে ১৭ কোটি ৫৪ লাখ ৮৯ হাজার ৩২৯ টাকা, মার্চ মাসে ৫১ কোটি ২০ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা, এপ্রিল মাসে ৩৩ কোটি ৬০ লাখ ২৫ হাজার ৭১২ টাকা, মে মাসে ৪০ কোটি ৬২ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা, জুন মাসে ৫৩ কোটি ৮৬ লাখ ৩০ হাজার ২৫০ টাকা, জুলাই মাসে ২২ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ২২৫ টাকা, আগস্ট মাসে ২৭ কোটি ৮৭ লাখ ৩৯ হাজার ৩০০ টাকা, সেপ্টেম্বর মাসে ২০ কোটি ৭৭ লাখ ৮৮ হাজার টাকা, অক্টোবর মাসে ১২ কোটি ২৬ লাখ ৪ হাজার ১০০ টাকা, নভেম্বর মাসে ১৪ কোটি ২৯ লাখ ৩২০ টাকা ও ডিসেম্বর মাসে ৩৯ কোটি ২৬ লাখ ৫ হাজার ৪০০ টাকা সহ সর্বমোট ৩৫৪ কোটি ৩০ লাখ ১ হাজার ৭৮৬ টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়। জানতে চাইলে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট হায়াত ইবনে ছিদ্দিক বলেন, সুন্দরবন সংলগ্ন এলাকা সমূহে জলদস্যু,বনদস্যু,চোরাকারবারী,বণ্যপ্রাণী পাচারকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাবে।