বড়ালঘাট বালিকা বিদ্যালয়ে জাতীয় পতাকা ছেড়া, নেই কোন সাইনবোর্ড


আব্দুল মজিদ, নাটোর: নাটোরের বাগাতিপাড়া বড়ালঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের জাতীয় পতাকা ছেড়া রং হয়েগেছে ফিকে। নেই কোন সাইনবোর্ড। অকপটে স্বীকার করলেন প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষক।সূত্রে জানা যায়, জাতীয় পতাকার রং নষ্ট, ছিড়ে গেলে ও আয়ুষ্কাল শেষ হওয়ার আগেই তা পরিবর্তন করার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। অতচও বড়ালঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনসুর রহমান অবহেলা করছেন দীর্ঘদিন যাবৎ। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকের বেতনভাতা নিয়মিত চালু থাকলেও প্রতিষ্ঠানের বিষয়ে যেন তারা উদাসীন। সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শিক্ষক-কর্মচারী উপস্থিত থাকলেও প্রধান শিক্ষক প্রতিষ্ঠানে নেই। ১৯৯৫সালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলেও অদ্যবদী পর্যন্ত নেই সেখানে কোন দিক নির্দেশনা, সময়সূচী বা পরিচিতি সাইন বোর্ড । কি ধরণের প্রতিষ্ঠান তা বুঝবার উপায় নেই। জানা গেছে উপজেলা প্রশাসন বারবার প্রতিষ্ঠান প্রধানকে তাগিদ দিলেও তিনি গুরুত্ব দেন না। বড়ালঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম অভিযোগ স্বীকার করে দাবী করেন, ‘পতাকার রং নষ্ট ও ছিড়েগেছে সত্য। তবে গত মিটিং এ প্রধান শিক্ষককে নতুন পতাকা ও সাইনবোর্ড লাগাতে বলা হয়েছে।’ অভিযোগ মেনে নিয়ে প্রধান শিক্ষক মুনসুর রহমান দাবী করেন, ‘পতাকা নতুন বানাতে দেয়া হয়েছে। আর সাইনবোর্ডও হবে। একটা বাজেট হয়েতো ওই অপেক্ষাতে আছি। জানুয়ারীর মধ্যেই হবে।’ উপজেলা শিক্ষা অফিসার আহাদ আলী বলেন,‘ তাকে সাইনবোর্ড লাগানোর বিষয়টি বেশ কয়েকবার বলা হয়েছে।’এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ জানান, ‘প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ডিসেম্বরে নতুন জাতীয় পতাকা টাঙ্গানো নির্দেশনা আছে। পতাকার আয়ুষ্কাল শেষ হওয়ার আগেই পতাকা পরিবর্তন করতে হবে এমন নির্দেশনা রয়েছে। ওই প্রতিষ্ঠান ছেড়া বা রং নষ্ট হয়ে যাওয়া পতাকা টাঙ্গিয়ে বড় ধরণের অপরাধ করেছে। এ অপরাধে তার বিভাগীয় শাস্তি হতে পারে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *