ইসলামপুর পাথর্শী ও চরপুটিমারী ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পে অনিয়ম


ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ২০১৭-২০১৮ অথূ বছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) ওয়েজ প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম দূর্নীতি চলছে।রোববার ৮জানুয়ারি ইসলামপুর পাথর্শী ইউনিয়নের প্রকল্প নং ৪০,মোরাদাবাদ নজরুলের বাড়ী হতে বাকারা বিল পর্যন্ত রাস্তা মেরামত প্রকল্পে সরেজমিনে গিয়ে দেখা গেছে,এ প্রকল্পে কর্মদিবসে দৈনিক১০০ জন শ্রমিক কাজ করা কথা থাকলেও কাজ করছে ৫২ জন শ্রমিক। ৩০ডিসেম্বর থেকে কাজ শুরুর ৮কর্মদিবস অতিবাহিত হলেও কাজ করা হয়েছে মাত্র কর্মদিবস ধরে কাজ চলছে বলে জানালেন প্রকল্পের শ্রমিক সরদার মনোরাজ। একই দিন ৪৩নং প্রকল্প মুখশিমলা দুদুর বাড়ী হতে পূর্ব গামারিয়া পাকা রাস্তা পর্যন্ত রাস্তা মেরামত প্রকল্পে গিয়ে ৩৩জন শ্রমিকের মধ্যে কাজ করতে দেখা গেছে ১৭ জন শ্রমিককে। এছাড়াও প্রকল্প নং-৪৪রৌহার কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট কাজে পরিদর্শনে গিয়ে কোন শ্রমিক পাওয়া যায়নি। তবে মাঠে উপস্থিত শিক্ষকরা জানান,ভটভটি দিয়ে মাঠে মাটি কাটার কাজ করছে। শনিবার ৭জানুয়ারি চরপুটিমারী ইউনিয়নের ডিগ্রীচর দক্ষিন পাড়া ভেদামারী ব্রীজ হতে মফিজ উদ্দিন মাওলানা কবরস্থান হতে মেলান্দহ সীমানা পর্যন্ত রাস্তা মেরামত কাজে সরেজমিনে গিয়ে প্রকল্পের তালিকা ভোক্ত নির্ধারিত কোন শ্রমিক পাওয়া যায়নি। তবে এ প্রকল্পে ১০৩জন এলাকার অতিদরিদ্র শ্রমিক কাজ করার কথা থাকলেও কাজ করছে তালিকা বহির্ভুত ১৭জন শ্রমিক। এব্যাপারে প্রকল্প সভাপতি ইউসুফ মেম্বার সাথে ফোনে কথা হলে তিনি জানান আমি এমপি সাহেবের সাথে দেখা দেখা করার জন্য ইসলামপুরে যাচ্ছি,পরে কথা বলবোএছাড়াও এইনিয়নে ৭১ নং প্রকল্প আইরমারী লস্করেরবাড়ী হতে আইড়মারী মসজিদের পূর্বপাশ দিয়ে আইরমারী জবেদের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত প্রকল্পে কোন শ্রমিক পাওয়া যায়নি।একই অবস্থা ৭২ নং প্রকল্পের। এখানে ৬৮জন শ্রমিক কাজ করার কথা থাকলেও নির্ধাতি কোন প্রকল্পে শ্রমিক নেই,কাজ করছে ১৭/১৮ জন শ্রমিক তাও আবার চুক্তিতে প্রতিহাজার মাটি তিন হাজার টাকা দরে।
এছাড়াও এ ইউনিয়নের ৭৪ নং প্রকল্প বেনুয়ারচর মধ্যপাড়া কালুর বাড়ী হতে মধ্যখালী ব্রীজ পর্যন্ত রাস্তা মেরামত প্রকল্পের কাজে গিয়ে দেখা গেছে কাজ করছে মাত্র ৩৭ জন শ্রমিক,অথচ্য এখানে প্রতি কর্মদিবসে ৭৪ জন শ্রমিক। শ্রমিক কম থাকার ব্যাপারে প্রকল্প সভাপতি মহিলা ইউপি সদস্য রুবি জানান, আমি এব্যাপারে কিছু জানিনা,চেয়ারম্যান যা শ্রমিক দিয়েছে তাই দিয়ে কাজ করছি।এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাছান টিুটু জানা,প্রকল্পের কাজ করতে হবে। তবে কোন অনিয়ম বা শ্রমিক কম থাকলে অনুপস্থিত শ্রমিকদের মজুরী কর্তন করা হবে। এব্যাপারে উপজেলা ইজিপিপি বাস্তাবায়ন উপজেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান জানান,প্রকল্পের ভালো ভাবে কাজ করার জন্য দায়িত্ব প্রাপ্ত সবাইকে নির্দেশ দিয়েছি,আমি নিজেও প্রকল্পগুলি পরিদর্শন করছি। তবে কোন অনিয়ম বা প্রকল্পে কোন শ্রমিক অনুপস্থিত থাকলে তাদের মজুরী দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *