নোয়াখালীর বেগমগঞ্জে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ চার জন গ্রেফতার।


নাজিম উদ্দিন মিলন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন সেলিমের মাদক প্রতিরোধ কমিটির বিশেষ অভিযানে শুক্রবার সন্ধায় লাউতলী দিগন্ত ব্রীক ফিল্ডের সামনে হতে মাদক স¤্রাট জামাল উদ্দিন মোহন (৩২) কে ৯০পিছ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ গ্রেফতার করে ইউনিয়নের গ্রাম পুলিশ। তাকে গ্রেফতারের পর স্থানীয় চেয়ারম্যান নুরুল ইসলাম সেলিম তার কাছে থাকা মোবাইলে ইয়াবা ক্রেতাদের কল আসলে বিক্রির কৌশল করে তাদের গ্রেফতার করেন। খবর পেয়ে বেগমগঞ্জ থানার এসআই মধুসুধন ও এএসআই শামীম ঘটনাস্থলে পৌঁেছ তাদের আটক করে। আটককৃত ক্রেতারা হলেন, সোহাগ (৩০), মো:কামরুল (৪৫), নুরুল হুদা (৩৫) রসূলপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন সেলিম বলেন, তিনি চেয়ারম্যান হওয়ার পূর্বে রসুলপুর ইউনিয়ন ছিল সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্য এবং তিনি এলাকার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর জনগনকে আশ^াস দিয়েছেন এলাকায় সন্ত্রাস, মাদক মুক্ত শান্তিময় রসুলপুর গড়ে তোলার অঙ্গীকার করেন। তাই তিনি মাদক প্রতিরোধ কমিটিও গঠন করেন, যে কমিটি চেয়ারম্যান নুরুল ইসলাম সেলিমের নেতৃত্বে কাজ করছেন গ্রাম পুলিশ ও সাধারণ ইউনিয়ন বাসী। তাহার এই কমিটি ২০১৭ সাল হতে মাদক নিয়ন্ত্রনে সাফল্যের সাথে কাজ করে আসছে এবং ২০১৮ সালের মধ্যে তিনি শতভাগ সন্ত্রাস ও মাদক মুক্ত ইউনিয়ন করবেন বলে ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *