ঘন কুয়াশার কারণে আন্তর্জাতিক অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বিলম্বে
ঘন কুয়াশার কারণে শুক্রবার (৫ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কয়েক ঘণ্টা সকল আন্তর্জাতিক বিমান উঠানামা বন্ধ রাখা হয়। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে মুখপাত্র একেএম রেজাউল করিম জানিয়েছেন, ‘ঘন কুয়াশার কারণে আজ ভোর ২টা ৪৫ মিনিট থেকে সকাল ১০টা ১১ মিনিট পর্যন্ত আমরা বিমান উঠানামা বাতিল করতে বাধ্য হয়েছি।’তিনি বলেন, ‘এ সময় শারজাহ থেকে এয়ার এরাবিয়ার দু’টি এবং বাংলাদেশ বিমানের একটি আন্তর্জাতিক ফ্লাইটকে শাহজালালে অবতরণ করতে না দিয়ে কলকাতায় পাঠানো হয়েছে। এছাড়া দুবাই থেকে আগত বাংলাদেশ বিমানের একটি এবং কুয়ালালামপুর থেকে আগত ইউএস বাংলা এয়ার লাইন্সের একটি ফ্লাইটকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।’এছাড়া কুয়ালালামপুর থেকে আগত ইউএস বাংলা এয়ার লাইন্সের আরও একটি ফ্লাইটকে মিয়ানমারে মান্দালয়ে পাঠানো হয়েছে। করিম জানান, সকাল ১০টা ১১ মিনিটে অভ্যন্তরীণ এবং ১০টা ৩৫ মিনিটে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়।
বিমান চলাচল বাতিল করার কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট কলকাতা ও রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইট ব্যাংকক যেতে বিলম্ব হয়। ঘন কুয়াশার কারণে আন্তর্জাতিক ফ্লাইট ছাড়াও নভোএয়ারের চারটি, ইউএস বাংলার তিনটি, বাংলাদেশ বিমানের দু’টি ও রিজেন্ট এয়ারওয়েজের একটি অভ্যন্তরীণ ফ্লাইট বিলম্বে চলাচল করে।