বন্ধ হচ্ছে মোবাইল ফোনে বিরক্তিকর মেসেজ


ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার দায়িত্ব গ্রহণের পরই মোবাইল ফোনে যখন-তখন ও অপ্রয়োজনীয় এসএমএস আসা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছেন । তিনি বলেছেন, ‘১৪ কোটি মোবাইল ফোন ব্যবহারকারীর প্রাণের দাবি এটি। সবাই কমবেশি এ সমস্যায় ভোগেন। এটা দূর করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’বৃহস্পতিবার (৪ জানুয়ারি) আগারওগাঁওয়ের আইসিটি টাওয়ারে এক মতবিনিময় সভায় এই ইচ্ছের কথা ব্যক্ত করেন মন্ত্রী।মতবিনিময় সভায় মোস্তাফা জব্বার বলেন, ‘২০১৮ সাল সরকারের জন্য একটি চ্যালেঞ্জের বছর। এ বছরই সরকার তার মেয়াদ পূর্ণ করবে। তাই জনগণের দৃষ্টি এখন সরকারের দিকেই থাকবে। ফলে আমাদের সেভাবেই কাজ করতে হবে। আবার ২০১৯ সাল হবে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। ওই বছর নতুন সরকার বাংলাদেশের দায়িত্ব নেবে। বিগত দিনের অর্জনের ওপর ভিত্তি করেই আগামী বছর জনগণ তার রায় দেবে।’কাজের জন্য এক বছর যথেষ্ট সময় উল্লেখ করে তিনি বলেন, ‘এখন থেকেই আমরা সর্বশক্তি দিয়ে কাজ শুরু করব।’মতবিনিময় সভায় আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সচিব সুবীর কিশোর চৌধুরীসহ আইসিটি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *