ঝিনাইদহে আবারো চাল কেলেংকারি ১৩৫ বস্তা চাল উদ্ধার
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর বাজার থেকে বুধবার সন্ধ্যায় চার হাজার কেজি (১৩৫ বস্তা) রিলিফের চাল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। গোপন সুত্রে খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল সুলতান জুলকার নায়ন কবীর মধুপুর বাজারের জনৈক সনদ কুমার ওরফে বাবু ডাক্তারের গুদাম থেকে এই চাল উদ্ধার করে। অভিযোগ পাওয়া গেছে গত দুর্গাপুজার সময় হিন্দু সম্প্রদায়ের মধ্যে এই চাল বরাদ্দ করা হয়। কিন্তু তাদের না দিয়ে এই চাল কালোবাজারে বিক্রি করে দেয় একটি চক্র। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল সুলতান জুলকার নায়ন কবীর জানান, বুধবার গোপন সুত্রে খবর পেয়ে জনৈক সনদ কুমার ওরফে বাবু ডাক্তারের গুদাম থেকে ৩০ কেজি বস্তার ১৩৫ বস্তা চাল উদ্ধার করা হয়। এ সময় চক্রটির মুল হোতারা পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি আরো জানান, চাল উদ্ধার করে স্থানীয় বাজার মালিক সমিতির জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় নিয়মিত মামলা হবে। বিষয়টি নিয়ে সনদ কুমার ওরফে বাবু ডাক্তার সাংবাদিকদের জানান, ফিরোজ, বশির ও আতিয়ার নামে তিন ব্যক্তি এই চাল তার গুদামে রেখে যায়। তবে অভিযানের শেষ হতে না হতেই সনদ কুমার ওরফে বাবু ডাক্তার ঘটনাস্থল ত্যাগ করেন। তিনি বর্তমানে গাঢাকা দিয়ে আছেন। উল্লেখ্য ইতিপুর্বে ঝিনাইদহ শহরের মেছুয়া বাজার থেকে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ঝিনাইদহ খাদ্যগুদাম থেকে পাচার হওয়া ১০ টন চাল উদ্ধার করে। ওই চক্রির হোতারাও এখন জামিন হয়ে গেছেন।