বাড়ি ফিরে যাবেন না বলে ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা


স্বীকৃতপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে টানা অবস্থান কর্মসূচি পালন করছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। তবে সেখানে আজ থেকে আমরণ অনশন করছে শিক্ষকরা।জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এ কর্মসূচি পালন করছেন তারা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) থেকে সেখানে অবস্থান করছেন তারা। আজ রবিবার (৩১ ডিসেম্বর) এ কর্মসূচির ৬ষ্ঠ দিন। এর আগে শনিবার (৩০ ডিসেম্বর) নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে রবিবার সকাল থেকে আমরণ অনশন কর্মসূচির ডাক দেয়ার কথা জানান।ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী বলেন, ৫দিন ধরে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। সকাল ১০টা থেকে আমরা আমরণ অনশন শুরু করেছি। আমাদের একটাই দাবি, সেটা হলো সরকারস্বীকৃত ৫ হাজার ২৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০ হাজার শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করতে হবে।দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। বাড়ি ফিরে যাবেন না বলে ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *