টাঙ্গাইলে বিএনপি অফিস ভাঙচুর


টাঙ্গাইল জেলা বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা বিএনপি পদধারীদের কর্মী সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আমান উল্লাহ আমানের আগমনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, গত কয়েকদিন নবগঠিত জেলা বিএনপির কমিটি নিয়ে পদাধিকারী ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল। এরই মাঝে নবগঠিত কমিটি কর্মী সম্মেলনের উদ্যোগ গ্রহণ করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আরো উত্তেজনা বৃদ্ধি পায়। এ নিয়ে বিশৃঙ্খলার শঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে কোন পক্ষকেই শহরের কর্মী সম্মেলন করার অনুমতি দেয়নি। এমন অবস্থায় বিএনপির নবগঠিত কমিটি পৌর এলাকার কাগমারী বালুচরা নামক স্থানে কর্মী সম্মেলনের আয়োজন করে। কর্মী সম্মেলনের সংবাদ ছড়িয়ে পরলে পদবঞ্চিত নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে নেতাকর্মীরা জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।পরে টাঙ্গাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে শহরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
এ প্রসঙ্গে জেলা বিএনপির কয়েকজন নেতা বলেন, প্রশাসনের ছত্রছায়ায় বিএনপি নামধারী আওয়ামী লীগের এজেন্টরা এ ঘটনাটি ঘটিয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *