কক্সবাজারে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
কক্সবাজারের মহেশখালীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে মহেশখালী পৌরসভা এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি বিধ্বস্ত হয়ে একটি বসতবাড়িতে পড়ে। এরপরপরই সেখানে আগুনের লেলিহান শিখা দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। তবে ওই বিমানের পাইলট কিংবা অন্য আরোহী কেউ জীবিত আছে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি দ্বিখণ্ডিত হয়ে দুই এলাকায় পড়েছে। স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী গণমাধ্যমকে বলেছেন, ইয়াক-৮ মডেলের প্রশিক্ষণ বিমানটি ঘণ্টাখানেক ধরে রাডার থেকে বিচ্ছিন্ন ছিলো। পরে বিধ্বস্ত হয়। সাধারণত প্রশিক্ষণ বিমানে দুই জন পাইলট থাকেন। তবে এই বিমানে কয়জন বা কারা ছিলেন তা জানা যায়নি। এমনকি তাদের পরিণতি সম্পর্কেও নিশ্চিত কিছু জানাতে পারেনি আইএসপিআর।