কুষ্টিয়ায় সম্পত্তির বিরোধে সংঘর্ষ, একজনের মৃত্যু
কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় সম্পত্তির নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের সঙ্গে সংষর্ষে আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত আব্দুল গফুরের (৫৫) বাড়ি উপজেলার ফুলবাড়ি গ্রামে।কুষ্টিয়া সদর হাসপাতালে বুধবার গভীর রাতে তার মৃত্যু হয় বলে খোকসা থানার ওসি নাজমুল হুদা জানান।তিনি বলেন, পৈত্রিক সম্পত্তি নিয়ে আব্দুল গফুর ও তার ছেলেদের সঙ্গে তার বড় ভাই ইয়াসিন আলী ও তার ছেলেদের বিরোধ চলছিল। এর জেরে বুধবার দুপুরে লাঠিসোটা ও ধারালো অস্ত্রশস্ত্র সহ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।এ সময় গফুরের মাথায় আঘাত লাগলে গুরুতর আহত হন তিনি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে ওসি নাজমুল জানান।তিনি বলেন, এ ঘটনায় গফুরের ছেলে নয়ন হোসেন বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। অপরপক্ষে ইয়াসিন আলীর ছেলে আব্দুল কাদেরও বাদি হয়ে একটি মামলা দায়ের করেন হামলার অভিযোগে ।ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার বলেন, মাথায় আঘাত লাগায় মস্তিস্কে রক্তক্ষরণে গফুরের মৃত্যু হয়েছে বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে।